রামু প্রতিনিধি:
রামুর কাউয়ারখোপ ইউনিয়নের কমিউনিটি ০৯ টি ওয়ার্ডের ০৩ টি ব্লকের স্বাস্থ্যক্লিনিকের জন্য অক্সিজেন সিলিন্ডার দিয়েছে কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ।
জানা যায়, এলজিএসপি- ০৩ অর্থবছর (২০২০-২১) এর প্রাপ্ত অর্থ হতে তিনি এ বরাদ্দ প্রদান করেন। উক্ত বরাদ্দের বাইরেও তিনি ব্যক্তিগত পক্ষ থেকে অক্সিজেন সিলিন্ডার ক্রয় করেন কাউয়ারখোপ ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকের জন্য। এদিকে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে সারাদেশে চাহিদা বেড়েছে অক্সিজেনের। তারই পেক্ষিতে করোনা রোগীদের জন্য কাউয়ারখোপ, মনিরঝিল,উখিয়ারঘোনা স্বাস্হ্য ক্লিনিকে ৩টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোস্তাক আহমদ। পর্যায়ক্রমে আরও কয়েকটি সিলিন্ডার ও সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন তিনি।
০২ আগষ্ট সোমবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই সিলিন্ডার সংশ্লিষ্ট ক্লিনিকের দায়িত্বরত স্বাস্থকর্মী ও কমিঠির হাতে অক্সিজেন সিলিন্ডার তুলে দেওয়া হয়।
এ প্রসঙ্গে মোস্তাক চেয়ারম্যান বলেন, সারাদেশ এখন করোনায় বিপর্যস্ত। সবচেয়ে কঠিন সময় পার করছে কেটে খাওয়া সাধারণ মানুষ। চিকিৎসা নিতে যেমন দুর্ভোগ চলছে, তার চেয়ে বেশি অর্থ সংকটে। আপাতত ৩টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে সহযোগিতা করেছি। পর্যায়ক্রমে আরও দেওয়ার চেষ্টা চালিয়ে যাব। দেশে বর্তমান করোনা আক্রান্তদের সবচেয়ে বড় সংকট অক্সিজেন। আর তার চাহিদা খুবই অপ্রতুল। অসহায় দুস্থ মানুষ তো অর্থের অভাবে পায় না। তাদের কথা চিন্তা করে এই ব্যাবস্হা করেছি,কাউয়ারখোপের প্রতিটি ক্লিনিকে বিনামুল্য অক্সিজেন সেবা পাবে।
অক্সিজেন সিলিন্ডার বিতরনকালে কক্সবাজার জেলা ডিএফ বরণ বড়ুয়া বাবু,এমইউপি হাবিব উল্লাহ, আব্দুল মালেক,আজিজুল হক,নুরুল আমিন,রফিকুল আলম,ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ছানা উল্লাহ বাবুল,এবং কমিউনিটি ক্লিনিক হতে আগত স্বাস্হ্যকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.