কাউয়ারখোপে পাহাড় ধ্বসে একই পরিবারের ৪জন নিহত

#পাহাড়খেকোদের পাহাড় কাটার কারনে এই দূর্ঘটনা
মোঃ নেজাম উদ্দিন,
রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নে পাহাড় ধ্বসে একই পরিবারের ৪জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিহতদের মধ্যে ৩জন মহিলা ১জন পুরুষ।
ঘটনাটি ঘটেছে বুধবার (৭ নভেম্বর) সন্ধ্যায় কাউয়ারখোপ ইউনিয়নের ৭নং ওয়ার্ড়ের জাদি মুরা এলাকায়।
নিহতরা হলেন, আজিজুর রহমান(৫০) পিতা মৃত নাজির আহমদ , তার স্ত্রী রহিমা খাতুন (৬৫) দিলফুরুজ(৭০) স্বামী বাদশা মিয়া, নাছিমা খাতুন স্বামী রমজান আলী। পাশে আরেকজন শিশু ঘুমন্ত অবস্থায় ছিল সে বেচেঁ যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় পরিবারের সবাই ৭টার দিকে একসাথে রাতের খাবার খেতে বসলে হঠ্যাৎ তাদের পাশের পাহাড়টি ভেঙ্গে পড়লে তাদের ঘরসহ পরিবারের লোকজন মাটি চাপা পড়ে। পরে তাদের ফায়ার সার্ভিস উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের মৃত ঘোষনা করে।
কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামশুল আলম ঘটনার সত্যতা জানিয়ে বলেন , এটি মর্মান্তিক বিষয় । আমি শুনে মর্মাহত হয়েছি । একই পরিবারের চারজন একসাথে খাবার খেতে বসলে পাহাড় ধ্বসে পড়ার কারণে তাদের মৃত্যু হয়েছে । রামু উপজেলা প্রশান এব্যাপারে তদন্ত করছে। কাউয়ারখোপ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মোঃ কায়েস জানান, আমার এলাকায় ঘটনাটি ঘটেছে সন্ধ্যার পর । জানতে পেরে উপজেরা প্রশাসনকে অবগত করা হয়েছে । তাদের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করছি। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের একটি টিম গেছে। বর্তমানে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন।
ফায়ার সার্ভিসের রামুর স্টেশন কর্মকর্তা সৌমেন বড়ুয়া জানান, রান্না ঘরে বসে ভাত খাওয়ার সময় পাহাড় ধসে তারা চাপা পড়েন। ফায়ার সার্ভিসের কর্মীরা মাটি সরিয়ে ৪ জনের মৃতদেহ উদ্ধার করেন। আর কেউ চাপা পড়ে আছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মোস্তফা জানান, আমি জানতে পেরেছি কাউয়ারখোপে পাহাড় ধ্বসে একই পরিবারের ৪জনের মৃত্যু হয়েছে। আমি এখন ঘটনাস্থলে রয়েছি বিস্তারিত জানানো হবে।
জানা যায় আজিজুর রহমান আজকে প্রধানমন্ত্রীর সমাবেশ থেকে ফিরে পরিবারের সবাইকে নিয়ে রাতের খাবার খেতে বসে এবং সেখানেই পাহাড় ধ্বসে মারা যান। এলকাবাসি ধারনা করছে স্থানয়ি কিছু পাহাড় খেকো পাহাড় কাটার কারনে পাহাড়টি ধ্বসে পড়ে । কারা পাহাড় কেটেছে প্রতিবেদক তা নিয়ে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.