কলঘর বাজারে ইসলামী ব্যাংকের সিআরএম বুথ উদ্বোধন

জাহাঙ্গীর আলম কাজলঃ
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর সিআরএম (ক্যাশ রিসাইক্লিং মেশিন) বুথ রামু শাখার অধীনে কলঘর বাজারে এলাকায় উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় ব্যাংকের ইভিপি ও চট্রগ্রাম দক্ষিণ জোন প্রধান মুহাম্মদ ইয়াকুব অালী প্রধান অতিথি হিসেবে এ বুথ উদ্বোধন করেন।
এফএ ভিপি ও বামুর শাখা প্রধান মোহাম্মদ শফিউল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইভিপি ও চট্রগ্রাম দক্ষিণ জোন প্রধান মুহাম্মদ ইয়াকুব আলী, রামু শাখা প্রধান মোহাম্মদ শফিউল্লাহ। স্থানীয় ব্যবসায়ী, সাংবাদিক গণ্যমান্য ব্যক্তি, গ্রাহক, শুভাকাঙ্খী ও ব্যাংক কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.