কর্নেল আজাদকে রাতেই দেশে আনা হচ্ছে

ওয়ান নিউজঃ সিলেটে জঙ্গি অভিযানস্থলের পাশে বোমা বিস্ফোরণে আহত র‌্যাবের গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদকে সিঙ্গাপুরের মাউন্ড এলিজাবেথ হাসপাতাল থেকে দেশে ফেরত আনা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে বুধবার রাত ৮ টায় তাকে বহনকারি এয়ার অ্যাম্বুলেন্সটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদের অবস্থার কোনো উন্নতি বা পরিবর্তন ঘটেনি। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শেই তাকে ফিরিয়ে আনা হচ্ছে। দেশে আনার পর তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হবে।

তিনি বলেন, সেখানে তাকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে, এখানেও সে চিকিৎসা দেওয়া হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.