কর্নফুলী উপজেলা নির্বাচনে ধানের শীষের পক্ষে বিএনপি নেতার সংযোগ ও ভোটার স্লিপ বিতরণঃ

জে,জাহেদ নিজস্ব প্রতিবেদকঃ

আসন্ন কর্নফুলী উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি মনোনিত ৩( তিন) প্রার্থীর ধানের শীষ প্রতীকে চরপাথরঘাটা ইউনিয়নে বিএনপির সিনিয়র নেতা আলহাজ্ব এম মঈন উদ্দিনের এর নেতৃত্বে ব্যাপক প্রচারনা ও গণসংযোগ করা হয়।

আজ ১৩ই জুলাই চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর ৪,৫,৬ নং ওয়ার্ডে গনসংযোগ কালে ভোটারদের ধারে ধারে তিনি ধানের শীষে প্রতীকে ভোট ভিক্ষা ও ভোটার স্লিপ বিতরণ করেন।

এ সময় ধানের শীষ প্রতীকের পক্ষে স্থানীয় নেতা-কর্মীদের বিরামহীন প্রচারনায় ভোটারদের মাঝে ব্যাপক জাগরন সৃষ্টি হয়েছে। প্রচারনার ফলে ভোটারদের মধ্যে ২০আগষ্ট নির্বাচনে ভোট কেন্দ্রে যাওয়ার আগ্রহ তৈরি হয়েছে বলে ও জানান অনেকে।

প্রতিদিনই কোননা কোন ওয়ার্ডে একাধিক টিম নিয়ে আলহাজ্ব এম মঈন উদ্দিনের নেতৃত্বে ধানের শীষের পক্ষে প্রচারনা চালিয়ে যাচ্ছেন শতাধিক জনগন।

পরে লিফলেট বিতরণ, ওঠানবৈঠক ও পথসভায় বক্তব্য রাখছেন তিনি নিয়মিত । এসময় তি ৩,৪, ৫, ৬ নং ওয়ার্ডে ওয়ার্ডে প্রচারনা চালান তিনি।

এছাড়াও তিনি ওয়ার্ডের বিভিন্ন মহল্লায় ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন। জনগনের কানে পৌছে দিচ্ছেন বেগম খালেদা জিয়ার সালাম ও অভিনন্দন।

ফলে বিএনপি দলীয় তিন প্রার্থী এড: এসএম ফোরকান, আলহাজ্ব ওসমান ও উম্মে মিরজান শামীমার বিজয় পথ অনেকটা সুগম হচ্ছে বলে মনে করেন নেতাকর্মীরা।

এ বিষয়ে দক্ষিন জেলা বিএনপির অর্থ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এম মঈন উদ্দিন বলেন, কর্নফুলীর উপজেলা নির্বাচনে জনগণ ধানের শীষে ভোট দিয়ে ৩ প্রার্থীকে বিজয়ী করে, আওয়ামী দু:শাসন থেকে মুক্তির সংগ্রাম ত্বরান্বিত করবে বলে মন্তব্য করেন।

গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বানে সাড়া দিয়ে কর্নফুলীর মানুষ ধানের শীষে ভোট দিয়ে এড: ফোরকান, হাজী ওসমান ও শামীমাকে বিপুল ভোটে বিজয়ী করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন চরপাথরঘাটা ইউনিয়নের বিএনপি সিনিয়র নেতা হাজি আব্দু রাজ্জাক, যুবদল নেতা আলী আকবর,যুবদল নেতা এসএম কালা মিয়া মেম্বার,,বিএনপি নেতা পেয়ার আহমেদ,এটিএম হানিফ,ইদ্রিস হায়দার নয়ন,আমির আলী,কবির আহমেদ মেম্বার, ইছানগর বিএনপি নেতা সফর আলী সওদাগর,জিন্নাত আলী মেম্বার,ছমি উদ্দিন বাহার,আলমগীর,শেখ আহমেদ শাকিল,ছাত্রদল সভাপতি এম মুছা সিকদার, সাবেক প্রচার সম্পাদক আব্দুল হামিদ ,ছাত্রদল নেতা সালাহ উদ্দিন,আব্দু সাত্তার,ছালেহ জহুর,যুবদল নেতা আবছার আহমেদ,অর্থসম্পাদক ইলিয়াছ,ছাত্রনেতা সালাহ্ উদ্দিন, নুরুন্নবী সহ প্রমুখ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.