কর্ণফূলী শিকলবাহা সিপাহী বাড়িতে একই রুমে স্বামী স্ত্রীর আত্মহত্যা

জে জাহেদ নিজস্ব প্রতিবেদকঃ

পটিয়া উপজেলার শিকলবাহার সিডি এর টেক সিপাহী বাড়ি গ্রামে একই রুমে স্বামী স্ত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ৩নং শিকলবাহার ৩নং ওয়ার্ডের মরহুম আব্বাস আলীর পুত্র আব্দুল নবী প্রকাশ লেদু (২৪) এবং একই ইউনিয়নের সিপাহী বাড়ী গ্রামের মোঃ কাশেমের কন্যা রিনা আক্তার (১৯) ২ বছর পূর্বে ভালোবেসে বিয়ে হয়েছিল।
গতকাল একই গ্রামের তৈয়বের ভাড়া বাসায় দরোজা লাগিয়ে স্বামী স্ত্রীর দুজনে একই রুমে কি কারনে আত্নহত্যা করেছে কেহ সঠিক তথ্য দিতে পারেনি।
স্থানীয় সুত্রে জানা যায়, স্ত্রী রিনা আকতার সিলিং এর খাঁচা ফ্যানের সাথে ওড়নার ফাঁস লাগিয়ে এবং স্বামী মোঃ আব্দুল নবী লেদু জানালার গ্রিলের সাথে রশি লাগিয়ে আত্মহত্যা করে।
অন্যদিকে বাড়ির মালিক সকাল পর্যন্ত কোনো সাড়া শব্দ না পেয়ে ডাকাডাকি শুরু করলে প্রতিবেশিরা এসে ঘরের দরজা কেটে ঘরে ঢুকে ঝুলন্ত অবস্থায় ২ জনকে মৃত অবস্থায় আবিঃষ্কার করে।
যদিও পাশে ৯ মাসের বাচ্চা রেখে এ ধরনের ঘটনাকে অনেকে রহস্য রয়েছে বলে মনে করছে স্থানীয় জনগন। বাড়ির মালিক তৈয়ব জানান, ওরা গত ২২শে আগষ্ট ভাড়া নিয়েছিলো রুমটি। স্বামী বাজারে শপিং ব্যাগ বিক্রেতা বলে জানান তিনি।
এ ব্যাপারে পটিয়া থানায় অবহিত করা হলে থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। পরে লাশ দুটি চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
এ ব্যাপারে পটিয়া থানার তদন্ত কর্মকর্তা এসআই মংছাই জানান, তদন্ত চলছে এ ঘটনার পেছনে কোন রহস্য রয়েছে কিনা। এবং থানায় এ বিষয়ে একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হবে জানান তিনি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.