কর্ণফুলীতে মহিলা আ:লীগ কতৃক শীতবস্ত্র বিতরণ ও আলোচনাঃ

জে,জাহেদ চট্টগ্রাম:

কনকনে শীত আর হিমেল হাওয়ায় উত্তরাঞ্চলে মানুষের কঠিন অবস্থা। আবহাওয়ার তাপমাত্রা ছাড়িয়ে গেছে বিগত ৫০ বছরের রেকর্ড।

চট্টগ্রাম সর্বনিম্ন ৮ডিগ্রী সেলসিয়াস ও দিনাজপুরে মাত্র ৩.২০ডিগ্রী সেঃ আমরা দেখেছি।

শীতের তীব্রতায় অসহায় দরিদ্র মানুষের পাশে দাড়িয়েছে কর্ণফুলী উপজেলা মহিলা আওয়ামী লীগ।

গত ২৬ জানুয়ারী ১৮ইং রোজ শুক্রবার বিকাল ৩টায় উপজেলার চরপাথরঘাটা ইউপির আনোয়ার সিটি কনভেনশন হলে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভার আয়োজন করেন।

এতে কর্ণফুলী উপজেলা মহিলা আ:লীগের সভাপতি মোমেনা আকতার নয়ন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ও চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আ:লীগের সভাপতি চেমন আরা তৈয়ব।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা আ:লীগের সভাপতি আলহাজ্ব সৈয়দ জামাল আহমদ।

বিশেষ বক্তা ছিলেন আলহাজ্ব হায়দার আলী রনি সা: সম্পাদক কর্ণফুলী উপজেলা আ:লীগ।

এতে বিশেষ অতিথি ছিলেন ইন্জিনিয়ার ইসলাম আহমেদ সাঃ সম্পাদক চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় শ্রমিক লীগ,শামীমা হারুন লুবনা সম্পাদক দক্ষিণ জেলা মহিলা লীগ,রেহেনা ফেরদৌস চৌধুরী সহ-সভাপতি দক্ষিণ জেলা মহিলা আ:লীগ,ছৈয়দ জামাল সভাপতি চরপাথরঘাটা ইউনিয়ন আ:লীগ ও সম্পাদক জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।

মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যতিক্রমী এ উদ্যোগের মাধ্যমে বিভিন্ন এলাকায় ছিন্নমুল ৭০জন মানুষের হাতে শীত বস্ত্র তুলে দেন।

সভায় বক্তারা জানান,ডিজিটাল বাংলাদেশের উন্নয়নে বাদ পড়ছেনা শীতে কষ্ঠ পাওয়া গরীব-দুঃখী অসহায়-সম্বলহীন শীতার্তরাও।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক সাংসদ চেমন আরা তৈয়ব জানান, দেশ ও জাতির উন্নয়নে সবাইকে আবারো নৌকা মার্কায় ভোট দিতে হবে এমন আহ্বান জানান তিনি।

এলাকার মানুষের কাছে প্রশংসনীয় এ যেন এক অন্যরকম উদ্যোগ কর্ণফুলী মহিলা আ:লীগের।

যার সার্বিক সহযোগিতা ও সন্ঞালনায় ছিলেন কর্ণফুলী উপজেলা আ:লীগ এর সম্পাদক এবং উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান বানাজা বেগম নিশি।

শীতবস্ত্র বিতরণ কালে উপস্থিত ছিলেন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকসহ প্রমূখ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.