নিজস্ব প্রতিবেদকঃ
সারাদেশের দেশের মতো কক্সবাজারেও মরণঘাতি করোনার প্রার্দুভাব বেড়ে যাওয়ায় স্বাস্থ্যবিধি প্রতিপালনে জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। গত ৩/৪ দিন ধরে জেলা প্রশাসনের উদ্যোগে স্বাস্থ্যবিধির উপর এই অভিযান চলমান রয়েছে।
রোববার (২১ মার্চ) সকালের দিকে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট, হোটেল-মোটেল জোনসহ শহরের বিভিন্ন পর্যটন স্থানে করোনা সংক্রমণ প্রতিরোধে অভিযান পরিচালনা করেছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ অামিন অাল পারভেজ, নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদিয়া সুলতানা, সৈয়দ মুরাদ ইসলাম ও মোঃ ইমরান জাহিদ খান। আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা প্রদান করে কক্সবাজারের জেলা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ এবং ৩৯ আনসার ব্যাটালিয়ন এর সদস্যরা।
অভিযান চলাকালে স্বাস্থ্যবিধি না মানায়, মাস্ক পরিধান না করায় অতিরিক্ত দামে মাস্ক বিক্রি করার অপরাধে ২০টি মামলায় ৯৫৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
২০ মামলার মধ্যে ১৯টি স্বাস্থ্যবিধি সংক্রান্ত আইনে ও ১টি অন্য আইনে। সেখানে ব্যক্তি ১৮জন, প্রতিষ্ঠান ২টি।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ অামিন অাল পারভেজ বলেন, সম্প্রতি করোনা সংক্রমণের হার কিছুটা বৃদ্ধি পেয়েছে। করোনা সংক্রমণ হার যেন বৃদ্ধি পেতে না পারে সে জন্য স্বাস্থ্যবিধি মানাতে এই অভিযান চালানো হয়েছে। ঘরের বাইরে সর্বত্র অবশ্যই মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি যথাযথভাবে প্রতিপালন করার জন্য অাহ্বান করেন তিনি।
কক্সবাজার যেহেতু পর্যটন জেলা এবং সমগ্র বাংলাদেশ থেকেই এখানে জনসাধারণের আগমন ঘটে, এজন্য এখানে স্বাস্থ্যবিধি প্রতিপালন বিষয়টি অন্যান্য জেলার তুলনায় অধিকতর গুরুত্বপূর্ণ।
২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:৫২
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.