ডেস্ক নিউজ:
করোনা টেস্ট রিপোর্টে খালেদা জিয়ার আসল জন্মদিনের সঠিক তথ্য প্রকাশ পেয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একাধিক জন্মদিনের নামে জাতিকে এতদিন খালেদা জিয়া অন্ধকারে নিমজ্জিত রেখেছিলেন বলেও জানান তিনি।
সোমবার (১০ মে) সকালে নিজ বাসভবন থেকে এক অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে ওবায়দুল কাদের এ কথা জানান।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অবশেষে খালেদা জিয়ার করোনা টেস্ট রিপোর্টে তার আসল জন্মদিনের সঠিক তথ্য প্রকাশ পেয়েছে।
তিনি আরও বলেন, একাধিক জন্মদিনের নামে জাতিকে এতদিন খালেদা জিয়া অন্ধকারে নিমজ্জিত করে রেখেছিলেন। প্রকৃতপক্ষে তার জন্মদিন করোনা টেস্ট রিপোর্ট অনুযায়ী ৮ মে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.