অনলাইন ডেক্সঃ
করোনায় আক্রান্ত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। অসুস্থ বোধ করায় সম্প্রতি নমুনা পরীক্ষা করান তিনি। সোমবার (১৯ এপ্রিল) সেই পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার বরাতে জানা যায়, আজ বিকেল ৫টা নাগাদ দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এর ট্রমা সেন্টারে ভর্তি করা হয় তাকে। ৮৮ বছরের মনমোহনের ক্ষেত্রে ঝুঁকি বেশি। তাই বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে।
হামারীর দ্বিতীয় ঢেউ ঠেকাতে টিকাকরণে জোর দেওয়ার ব্যাপারে রবিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছিলেন মনমোহন। তাতে সঠিক পদ্ধতিতে টিকাকরণ কার্যকর করতে পাঁচটি পরামর্শ দিয়েছিলেন তিনি।
১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | বিকাল ৩:০৩
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.