স্পোর্টস ডেস্ক
জৈব সুরক্ষা বলয়ে হচ্ছিল পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। তবু আসে একের পর এক করোনাভাইরাসে আক্রান্তের খবর। শেষ পর্যন্ত কুড়ি ওভারের প্রতিযোগিতাটি স্থগিত করতে বাধ্য হয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই রেশ না কাটতেই প্রাণঘাতী ভাইরাসের থাবায় আরেকবার শিরোনামে পাকিস্তানের ক্রিকেট। একবার জাতীয় দলের এক খেলোয়াড় আক্রান্ত হয়েছেন করোনায়।
সামনেই দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফর পাকিস্তান দলের। এই সিরিজ দুটি সামনে রেখে আগামীকাল (বৃহস্পতিবার) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে প্রস্তুতি ক্যাম্প। সেখানে যোগ দেওয়ার আগে ঘোষিত স্কোয়াডের ৩৫ ক্রিকেটারের করোনা পরীক্ষা করা হয়। সবাই নেগেটিভ এলেও একজনের ফল পজিটিভ এসেছে। পিসিবি অবশ্য তার নাম প্রকাশ করেনি।
লাহোরে রিপোর্ট করার পর শুক্রবার শুরু হবে দলের অনুশীলন। আক্রান্ত ক্রিকেটারের বৃহস্পতিবার আরেকটি পরীক্ষা করা হবে তার বাড়িতে। সেই ফল নেগেটিভ এলেই কেবল লাহোরে যেতে পারবেন তিনি। অবশ্য সেখানে গিয়েও অন্তত দুই দিন আইসোলেশনে থাকার পর যোগ দিতে পারবেন অনুশীলনে।
গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সিরিজের জন্য দল ঘোষণা করেন পিসিবির প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম। আফ্রিকা সফরে দক্ষিণ আফ্রিকায় তিনটি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান। সীমিত ওভারের সিরিজটি ২ এপ্রিল শুরু হয়ে চলবে ১৬ এপ্রিল পর্যন্ত।
প্রোটিয়াদের বিপক্ষে মিশন শেষে পাকিস্তান দল চলে যাবে জিম্বাবুয়েতে। সেখানে তিন টি-টোয়েন্টির সঙ্গে দুটো টেস্ট খেলবে বাবর আজমরা।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.