করোনায় আরও ৩৬ জনের মৃত্যু

ডেস্ক নিউজ
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৩৬ জন এবং শনাক্ত হয়েছেন এক হাজার ৪৫৭ জন। বৃহস্পতিবার (২০ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অধিদফতর জানায়, দেশে এখনও পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ১২ হাজার ২৮৪ জন এবং মোট শনাক্ত হয়েছেন ৭ লাখ ৮৫ হাজার ১৯৪ জন। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৩৭৮ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ ৭ লাখ ২৭ হাজার ৫১০ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৯ হাজার ৪২৫টি,অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ৪৩৭টি। এ পর্যন্ত মোট ৫৭ লাখ ৭৪ হাজার ৮৮৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। স্বাস্থ্য অধিদফতর আরও জানায়,শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ৭ দশমিক ৫০ শতাংশ এবং এখন পর্যন্ত মোট ১৩ দশমিক ৬০ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৯২ দশমিক ৬৫ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৫৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ২৬ জন পুরুষ এবং নারী ১০ জন। এখন পর্যন্ত মোট পুরুষ মারা গেছেন ৮ হাজার ৮৮৪ জন এবং মোট নারী মারা গেছেন ৩ হাজার ৪০০ জন।

বয়স বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় মৃত ৩৬ জনের মধ্যে ৬০ ঊর্ধ্ব ১৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৯ জন,৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৫ জন, ৩১ থেকে ৪০ বছরের ১ জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে ২ জন মারা গেছেন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন ১২ জন,চট্টগ্রামে ১৪ জন, খুলনায় ২ জন, বরিশালে ১ জন, সিলেটে ৩ জন এবং ময়মনসিংহে ১ জন মারা গেছেন। ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ২৫ জন, বেসরকারি হাসপাতালে মারা গেছেন ১০ জন এবং বাসায় ১ জন মারা গেছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.