করোনাকালে পর্যটন কর্মীদের খাদ্য সামগ্রী দিলেন টুয়াক

নিজস্ব প্রতিবেদকঃ

করোনাকালিন সময়ে কক্সবাজারে পর্যটনখাতে সম্পৃক্ততা থাকা অসহায় কর্মচারীদের জন্য খাদ্য সামগ্রী নিয়ে পাশে দাড়িয়েছে ট্যুর অপারেটরস এসোসিয়েশন (টুয়াক)
মঙ্গলবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় কক্সবাজারের কলাতলিতে শহরে কর্মরত ৫০ পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন টুয়াকের সভাপতি তোফায়েল আহমদ।
তিনি বলেন, এই করোনাকালিন সময়ে আমাদের উচিৎ তাদের পাশে থাকা। আমরা আজকে প্রাথমিকভাবে ৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করলাম। এই খাদ্য সামগ্রী বিতরণ চলমান থাকবে আশা করছি।
খাদ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফাউন্ডার চেয়ারম্যান, এম এ হাসিব বাদল, টুয়াক সাধারণ সম্পাদক আসাফ উদ দৌলা আসেক, যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল আলম কাজল, আর আমিন বিশ্বাস তুষার,মনিবুর রহমান টিটু, তহিদুল ইসলাম তৌহা, প্রমুখ।
বে অব বেঙ্গল ট্যুরিজম এর সার্বিক ব্যবস্থাপনায় এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয় বলে জানান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.