ডেস্ক নিউজ:
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক, জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সদ্য সমাপ্ত শ্রীলংকা সিরিজে টাইগারদের টিম লিডার খালেদ মাাহমুদ সুজন। তবে তার শরীরে কোনো উপসর্গ নেই। আক্রান্ত খালেদ মাহমুদ এই নিজ বাসাতেই আইসোলেশনে আছেন।
খালেদ মাহমুদের ঘনিষ্ঠ সূত্র শনিবার সারাবাংলাকে এ খবর নিশ্চিত করেছেন।
সূত্রটির দেওয়া তথ্যমতে, খালেদ মাহদুম সুজন করোনা পজিটিভ। তবে তার শরীরে কোনো উপসর্গ নেই। অ্যাসিম্পটমিক ছিলেন। গতকাল তিনি করোনা পরীক্ষা করান। আজ পাওয়া রিপোর্টে জানা গেছে তিনি পজিটিভ। তিনি ভালো আছেন।
এর আগে গেল মাসের শেষ সপ্তাহে করোনা পজিটিভ হয়েছিলেন বিসিবি’র আরেক পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খান।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.