কমলের উদ্যোগে চাকমারকুলে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৬টি পরিবারকে ঢেউটিন বিতরণ

ওয়ান নিউজঃ কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমলের উদ্যোগে রামুর চাকমারকুলে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৬টি পরিবারকে ঢেউটিন বিতরণ করা হয়েছে।

সোমবার (৬মার্চ) বিকাল তিনটায় রামু উপজেলা পরিষদ প্রাঙ্গনে আয়োজিত ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে রামু উপজেলা নির্বাহী অফিসার মো. শাজাহান আলি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলী হোসেন, চাকমারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, কক্সবাজার জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য বিশিষ্ট ব্যবসায়ি নুরুল হক কোম্পানী, রামু প্রেস ক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ, উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী মো. আলা উদ্দিন খান প্রমূখ উপস্থিত ছিলেন।

কক্সবাজার জেলা পরিষদের সদস্য নুরুল হক কোম্পানী জানিয়েছেন, গত ৫ জানুয়ারি চাকমারকুল ইউনিয়নের আলী হোছেন সিকদারপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ৬টি বসত বাড়ি পুড়ে যায়। সাংসদ কমলের পক্ষ থেকে এ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত আমান উল্লাহ, শহীদুল্লাহ, এরশাদ উল্লাহ, ফজল আহমদ, আনোয়ারা বেগম ও তানিয়াকে ২ বান্ডিল করে ঢেউটিন বিতরণ করা হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.