কন্টাক্ট টেসিং টিমের মিটিং অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার পৌর আওয়ামী লীগ সেচ্ছাসেবক (স্বাস্থ্য) টিমের ১২ টি ওয়ার্ডের সেচ্ছাসেবকদের নিয়ে পৌরসভা ও সদর উপজেলা করোনা আক্রান্ত রোগীর কন্টাক্ট টেসিং এর অগ্রগতি নিয়ে কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি ও কন্টাক্ট টেসিং টিমের প্রধান সমন্বয়ক মোঃ নজিবুল ইসলাম এর সভাপতিত্বে ও কন্টাক্ট টেসিং টিমের সমন্বয়ক মোঃ ফয়সল হুদার সঞ্চালনায় ভিডিও কনফারেন্সে সোমবার বিকাল ৫ টায় মিটিং অনুষ্ঠিত হয় । এই সময় উপস্থিত ছিলেন কন্টাক্ট টেসিং টিমের সমন্বয়ক মিজানুর রহমান, ৯ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও কন্টাক্ট টেসিং টিমের সদস্য মেজবাহ উদ্দিন কবির, ১০ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও কন্টাক্ট টেসিং টিমের সদস্য দীপক দাশ, ১ নং ওয়ার্ডের টিম লিডার মুহাম্মদ আজিজ উদ্দিন, সদস্য কামরুল ইসলাম,আব্দুল্লাহ আল সিফাত, ২ নং ওয়ার্ডের টিম লিডার শাহাদাত হোসাইন, সদস্য মনিরুল হক রিগান,আব্দুর রহমান সিদ্দিক, ৩ নং ওয়ার্ডের টিম লিডার হেলাল উদ্দিন সিকদার, সদস্য কাশেম আবেদীন, ৪ নং ওয়ার্ডের টিম লিডার সোহেল রানা, সদস্য শামসুল ইসলাম ইয়াছির,নুরুল কবির, ৫ নং ওয়ার্ডের টিম লিডার অপু দও, সদস্য রাজেশ দাশ,৬ নং ওয়ার্ডের টিম লিডার ফাহিম মুনতাসীর শোভন,সদস্য নাজমুল হুদা,নুরুল আজিম,৭ নং ওয়ার্ডের টিম লিডার আব্দুল্লাহ, আব্দুস সাত্তার, মাহাফুজুর রহমান, ৮ নং ওয়ার্ডের টিম লিডার আমির উদ্দিন, সদস্য সাগর পাল সাজু,অনিক পাল অন্তু,৯ নং ওয়ার্ডের টিম লিডার মনসুর,১০ নং ওয়ার্ডের টিম লিডার সৌমিক পাল শুভ, সদস্য শুভ দাশ,১১ নং ওয়ার্ডের সদস্য মোঃ ফয়সাল, ১২ নং ওয়ার্ডের টিম লিডার মনসুর, সদস্য আরিফুল ইসলাম, মোঃ আলম। সভাপতির বক্তব্যে কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি ও কন্টাক্ট টেসিং টিমের প্রধান সমন্বয়ক মোঃ নজিবুল ইসলাম বলেন অতীতে যেকোন মহামারীতে কক্সবাজার পৌর আওয়ামী লীগ মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতে মানুষের পাশে থাকবে। করোনা আক্রান্ত রোগী পাশে থেকে সবধরনের সহযোগিতা করার জন্য সেচ্ছাসেবকদের প্রতি অনুরোধ জানান। পাশাপাশি করোনা মহামারী নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত কন্টাক্ট টেসিং কাজ চলমান থাকবে বলে তিনি জানান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.