কচ্ছপিয়ায় হাতির আক্রমণে স্বামী-স্ত্রী ও শিশু আহতকক্সবাজার

মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি:

রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের দৌছড়ি ঢালার মুখ নামক এলাকায় বন্য হাতির আক্রমনে স্বামী-স্ত্রী ও তাদের এক বছরের শিশুসহ একই পরিবারের তিন জন গুরুতর আহত হয়েছে। তারা হলেন, ইউনিয়নের দৌছড়ি গ্রামের মৃত আবদুল করিমের ছেলে নসরুল্লাহ (৩৮) তার স্ত্রী জয়নাব বেগম (২৫) ও তাদের ১ বছরের এক শিশু ছেলে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১১ এপ্রিল) রাতে। বর্তমানে আহত দম্পতি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

স্থানীয় বন জাগিদার ছালামত উল্লাহ জানান, আহত নসরুল্লাহ ইউনিয়নের ঢালার মুখ নামের এলাকায় ৪০ শতক জমিতে তরমুজ চাষ করেন। মঙ্গলবার রাতে তরমুজ ক্ষেত পাহারার টংঘরে তারা রাত্রি যাপন কালে বন্য হাতির একটি পাল এসে তাদের চাষের সব তরমুজ খেয়ে পেলে। এ সময় নসরুল্লাহ ডাক দিলে একটি হাতি দৌড়ে এসে টংঘরটি ভেঙ্গে ফেলে এবং স্বামী-স্ত্রী দুইজনকে সুড় দিয়ে ছুঁড়ে মারলে তারা গুরুতর আহত হয়। এ সময় তাদের সাথে থাকা কোলের শিশুটিও গুরুতর আহত হয়।

 কচ্ছপিয়ার ইউপির প্যানেল চেয়ারম্যান নুরুল আবছার সাংবাদিকদের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.