মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার-৩ আসনে ধানের শীষের পূর্ব ঘোষিত শেষ পথসভায় আসতে পথে পথে নেতাকর্মী-সমর্থকদের বাঁধা দেয়া হয়েছে বলে লুৎফুর রহমান কাজলের নির্বাচনী এজেন্ট আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরী অভিযোগ করেছেন।
তিনি বলেন, কক্সবাজার শহরের প্রতিটি রাস্তার প্রবেশ মুখে নৌকা প্রতীকের সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। বিভিন্ন স্থানে পুলিশ হামলাকারীদের সহযোগিতা করেছে বলেও অভিযোগ করা হয়। হামলায় এপর্যন্ত ১১ জন আহত হওয়ার খবর রফিকুল হুদা চৌধুরী নিশ্চিন্ত করেছেন।
তাদের মধ্যে কক্সবাজার পৌরসভার ৭ নং ওয়ার্ড থেকে আসা ধানের শীষের কর্মীদের উপর হামলাতে কালুর দোকানে হামলায় ছুরুত আলম, চান মিয়া একরাম সহ ৭ জন আহত হয়।
অথচ শেষ দিনে ধানের শীষের গগণসংযোগ কর্মসূতীতে নিরাপত্তা দেয়ার জন্য রিটার্নিং অফিসার, পুলিশ সুপার ও জেলা নির্বাচন অফিসারকে আগে থেকেই লিখিতভাবে অবহিত করা হয়েছিল বলে রফিকুল হুদা চৌধুরী জানিয়েছেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.