কক্সবাজার সাংবাদিক সমিতি নেতৃবৃন্দের বিবৃতি দৈনিক বাঁকখালী সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে সাজানো মামলা প্রত্যাহার না করায় ক্ষোভ
সংবাদ বিজ্ঞপ্তি
কক্সবাজার সাংবাদিক সমিতির সভাপতি বয়োজ্যেষ্ট সাংবাদিক ও দৈনিক বাঁকখালী পত্রিকার সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে দায়েরকৃত সাজানো ও ষড়যন্ত্রমূলক মামলা অদ্যাবদি প্রত্যাহার না করায় ক্ষোভ প্রকাশ করেছেন সংগঠনের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ দাবী করেন, সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে প্রতিহিংসার বশবতী হয়ে প্রবীণ সাংবাদিক সাইফুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে। কিন্তু ঘটনা প্রবাহে তাঁর বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি ধারায় মামলা রুজু যুক্তিযুক্ত ছিলনা। তিনি সম্পূর্ণ নির্দোষ রোষানলের শিকার মাত্র। তথ্য-প্রযুক্তি আইনের মত একটি স্পর্শকাতর আইনকে ব্যবহার করে সাংবাদিকদেরকে নিয়ন্ত্রনের অপচেষ্টা এবং তৎপরতার জন্য সাংবাদিক নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করেছেন। এধরনের তৎপরতা একটি সফল সরকারের প্রতি ভুল বুঝার অবকাশ তৈরী করে এবং পেশাগত কাজে লিপ্ত বিভিন্ন শ্রেনীর মানুষদের মধ্যে অসহযোগিতার মনোভাব তৈরী করে। আইনপ্রয়োগকারী সংস্থা সমূহের এসব ব্যাপারে সতর্কতার সাথে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তাই তাঁর বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি ধারায় দায়েরকৃত সাজানো মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবী জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ। বিবৃতিদাতাগণ হলেন, কক্সবাজার সাংবাদিক সমিতির সিনিয়র সহ সভাপতি ও দৈনিক আপনকণ্ঠ পত্রিকার সম্পাদক মোহাম্মদ হোসেন, সহ সভাপতি দৈনিক কক্সবাজার বাণীর ভারপ্রাপ্ত সম্পাদক ফরিদুল আলম শাহীন, সাধারণ সম্পাদক দৈনিক আমাদের কক্সবাজার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও আরটিভির কক্সবাজার জেলা প্রতিনিধি সাইফুর রহিম শাহীন, যুগ্ম সম্পাদক এটিএন বাংলার কক্সবাজার জেলা প্রতিনিধি মোয়াজ্জেম হোসাইন সাকিল, যুগ্ম সম্পাদক অনলাইন পত্রিকা কক্সমিরর সম্পাদক ইশতিয়াক আহমদ জয়, সাংগঠনিক সম্পাদক মোহনা টেলিভিশনের কক্সবাজার জেলা প্রতিনিধি আমানুল হক বাবুল, সাংগঠনিক সম্পাদক চ্যানেল নাইন এর কক্সবাজার জেলা প্রতিনিধি জাবেদ ইকবাল, সদস্য যথাক্রমে এড. ফরিদুল আলম, দৈনিক আজাদী পত্রিকার কক্সবাজার জেলা প্রতিনিধি আহমদ গিয়াস, দৈনিক আপনকণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক রুহুল আমিন সিকদার, দৈনিক সাগরদেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা সরওয়ার, প্রবীণ সাংবাদিক মো: আমান উল্লাহ (দৈনিক সৈকত), দৈনিক সমুদ্রবার্তার বার্তা সম্পাদক কামাল উদ্দিন, দৈনিক আমাদের অর্থনীতির কক্সবাজার জেলা প্রতিনিধি এম. আমান উল্লাহ, দীপ্ত টেলিভিশনের কক্সবাজার জেলা প্রতিনিধি হারুনর রশিদ, বিজয় টেলিভিশনের কক্সবাজার জেলা প্রতিনিধি এম শাহ আলম, দৈনিক আজকের দেশবিদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার আবদুল আলীম নোবেল, দৈনিক পূর্বদেশ প্রতিনিধি মঈন উদ্দিন, দৈনিক আজকের দেশবিদেশ পত্রিকার শহর প্রতিনিধি রাশেদ রিপন, ভয়েস মেরিনার আবদুল মালেক নঈম প্রমুখ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.