মোঃ নেজামউদ্দিন,
কক্সবাজার সরকারী কলেজে পড়তে হলে ছাত্রলীগ করতে হবে এমন আল্টিমেটাম দিয়েছে কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। কক্সবাজার সরকারী কলেজে গত বুধবার (১৭আগস্ট)২০০৫ সালে সারা দেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে র্যালি ও আলোচনা সভার একটি প্রোগ্রামে এমন বক্তব্য প্রদান করেন। তিনি তার বক্তব্যে কলেজ ছাত্রলীগের নেতাদের বলেন , কলেজেলে পড়তে হলে ৯০ শতাংশ ছাত্রলীগ করার জন্য বাধ্য করতে হবে। যদি কলেজ নেতৃবৃন্দ করতে না পারে তবে তাদের পদত্যাগ করার জন্য বলেন। তিনি আরো বলেন, এই দেশে জাতীর জনক বঙ্গবন্ধুৃ শেখ মুজিবুর রহমান স্বাধীনতা দিয়ে গেছেন,তিনিও ছাত্রলীগ করেছেন। বর্তমান প্রধানমন্ত্রী ছাত্রলীগ করেছেন। এখানে বুক ফুলিয়ে ছাত্রলীগের রাজনীতি করবেন । কলেজ কর্তৃপক্ষ যদি কিছু বলে তবে আমাদের জানাবেন আমরা সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণ করবো। এ সময় উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান, কক্সবাজার সরকারী কলেজ ছাত্রলীগ সভাপতি জাকির হোসেন, ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১০
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.