কক্সবাজার সফরে সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ

সংবাদদাতা:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ, সমন্বয়ক, কক্সবাজার জেলায় কোভিড-১৯ প্রতিরোধ কার্যক্রম ও সভাপতি, বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন, সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ ২ দিনের সফরে কক্সবাজারে এসেছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর )সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ কক্সবাজার আর্ন্তজাতিক বিমানবন্দরে পৌঁছলে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাসুদুর রহমান মোল্লা, পৌর মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল ফুল দিয়ে অর্ভ্যথনা জানান।

বিশ্বস্থ সুত্রে জানা যায়, সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ কক্সবাজারে একটি কোভিট-১৯ আইসোলেশান ও চিকিৎসা কেন্দ্র উদ্বোধন করার কথা রয়েছে৷

শুক্রবার সকালে, তিনি কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে বলে জানা গেছে৷ এ সময় অন্যন্যদের মধ্যে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট,পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্টগণ উপস্থিত ছিলেন ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.