প্রেস বিজ্ঞপ্তিঃ
কক্সবাজার সদর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় অভিযুক্ত ১১ জনকে আটক করেছে। গত ২৯/১১/২০১৯ ইং তারিখ সকাল হতে ৩০/১১/২০১৯ ইং তারিখ সকাল পর্যন্ত অফিসার ইনচার্জ সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ খায়রুজ্জামান, পুলিশ পরিদর্শক (ইন্টিলিজেন্স) মোহাম্মদ আরিফ ইকবাল, পুলিশ পরিদর্শক (অপারেশন্স) মোহাম্মদ ইয়াছিন, এসআই রাশেদ খান, এসআই শেখ মোঃ সাইফুল আলম, এস্আই রাজীব চন্দ্র পোদ্দার, এসআই সনজীত চন্দ্র নাথ, এএসআই মহি উদ্দিন, এএআই কামাল হোসেন সঙ্গীয় ফোর্স এবং ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান খান সহ কক্সবাজার সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১১ জন আসামীকে গ্রেফতার করেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
নিয়মিত মামলা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীরা হলেন
কক্সবাজার সদর মডেল থানার মামলা নং- ১০৮(১১)১৯ ইং ধারাঃ-২০১৮ সনের মাদক দ্রঃ নিঃ আইনের ৩৬(১) এর ১০(ক) সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
১। সাইফুল ইসলাম, পিতা- সিরাজুল ইসলাম, সাং- পাহাড়তলী, রশিদ নগর, থানা- রামু ও জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার ননএফআইআর নং-৪৬৬/১৯ ইং ধারাঃ- পুুলিশ আইনের ৩৪(৬) পিসি সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
২। মোঃ সাইফুল ইসলাম, পিতা- মৃত আব্দুস শুক্কুর, সাং- সমিতি পাড়া, থানা ও জেলা- কক্সবাজার।
৩। মোঃ গিয়াস প্রঃ কাজল, পিতা- মৃৃৃত নুরুল, সাং- সমিতি পাড়া, ওয়ার্ড নং-১, থানা ও জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার মামলা নং-১০৯(১১)১৯ ইং ধারাঃ- ২০১৮ সনের মাদক দ্রঃ নিঃ আইনের ৩৬(১)/৪১ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
৪। নাহিদা আক্তার, পিতা- আবুল বাসার, সাং- নয়ারহাট, থানা- সুধারাম, জেলা- নোয়াখালী, বর্তমানে- জামালপুর, (তাকিয়া গঞ্জ), থানা- জোরারগঞ্জ, জেলা- চট্টগ্রাম।
কক্সবাজার সদর মডেল থানার নন এফআইআর নং-৪৬৭/১৯ ইং ধারাঃ- পুুলিশ আইনের ৩৪(৬) পিসি সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
৫। মোঃ জাহাঙ্গীর আলম, পিতা- মৃত ইউসুফ, সাং- কলাতলী, থানা ও জেলা- কক্সবাজার।
৬। মোঃ রুবেল, পিতা- ইসমাইল, সাং- লাইট হাউজ পাড়া, থানা-মিরসরাই, জেলা- চট্টগ্রাম।
পরোয়ানা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীরা হলেন
১। মিটন কুমার বড়ুয়া, পিতা- সুনিল কুমার বড়ুয়া, সাং- পেতা সওদাগর পাড়া, থানা ও জেলা- কক্সবাজার।
২। আরিফ, পিতা- আব্দুল কুদ্দুস, সাং- কলাতলী, থানা ও জেলা- কক্সবাজার।
৩। পাবেল দাস, পিতা- মুকুল কান্তি দাশ, প্রঃ মৃদুল ড্রাইভার, সাং- বৈদ্য ঘোনা, পৌরসভা, থানা ও জেলা- কক্সবাজার।
৪। মোঃ রনি পিতা- নুরুল ইসলাম, সাং- উত্তর নুনিয়ার ছড়া পৌরসভা, থানা ও জেলা- কক্সবাজার।
৫। সাদিয়া ইসলাম রিয়া, স্বামী- মোঃ ইউনুস, সাং- উত্তর নুনিয়ার ছড়া পৌরসভা, থানা ও জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.