প্রেস বিজ্ঞপ্তিঃ
কক্সবাজার সদর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় অভিযুক্ত ১০ জনকে আটক করেছে। গত ২৭/১১/২০১৯ ইং তারিখ সকাল হতে ২৮/১১/২০১৯ ইং তারিখ সকাল পর্যন্ত অফিসার ইনচার্জ জনাব সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির, পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোহাম্মদ খায়রুজ্জামান, পুলিশ পরিদর্শক (ইন্টিলিজেন্স) মোহাম্মদ আরিফ ইকবাল, পুলিশ পরিদর্শক (অপারেশন্স) জনাব মোহাম্মদ ইয়াছিন,এসআই দেলোয়ার হোসাইন, এসআই শরীফ উল্লাহ, এসআই আবুল বাসার, এসআই সনজীত, এসআই আবুল কালাম, এসআই তৈমুর, সঙ্গীয় ফোর্স এবং ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান খান সহ কক্সবাজার সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০ জন আসামীকে গ্রেফতার করেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
নিয়মিত মামলা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীরা হলেন
কক্সবাজার সদর মডেল থানার মামলা নং-৯৭(১১)১৯ ইং ধারাঃ- – ২০১৮ সনের মাদক দ্রঃ নিঃ আইনের ৩৬(১) এর ১০(ক) সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
১। আবু সুফিয়ান, পিতা- আবু তাহের, সাং- কুলিয়া পাড়া, ০৯ নং ওয়ার্ড, থানা ও জেলা- কক্সবাজার।
২। নুরুল আফছার, পিতা- আমানুল হক, সাং- ফরিপাড়া, ০৪ নং ওয়ার্ড, খুরুশকুল, থানা ও জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার মামলা নং-৯৮(১১)১৯ ইং ধারাঃ- ২০১৮ সনের মাদক দ্রঃ নিঃ আইনের ৩৬(১) এর ২৪(খ) সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
৩। আব্দুর রহমান, পিতা- মৃত আঃ করিম, সাং- নাপিতখালী, ০৬ নং ওয়ার্ড, ইসলামপুর থানা ও জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার মামলা নং-৯৯(১১)১৯ ইং ধারাঃ- ২০১৮ সনের মাদক দ্রঃ নিঃ আইনের ৩৬(১) এর ১০(ক) সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
৪। মিয়া হোসেন, পিতা- ছৈয়দ হোসেন, সাং- ঘোনার পাড়া, পূর্ব নাপিতখালী, ইসলামপুর, থানা ও জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার মামলা নং-৯২(০৮)১৯ ইং ধারাঃ- ৩৯৯/৪০২ দঃবিঃ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
৫। জাফর আলম, পিতা- মৃত আবুল ফজল, সাং-এসএমপাড়া, ০৫ নং ওয়ার্ড, থানা ও জেলা- কক্সবাজার।
৬। মোঃ শাহআলম, পিতা- লোকমান হাকিম, সাং- দক্ষিন হাজী পাড়া, থানা ও জেলা- কক্সবাজার।
৭। মোঃ মুন্না খাঁন, পিতা- মৃত নুর মোহাম্মদ, সাং- উত্তর টেকপাড়া, ০৪ নং ওয়ার্ড, থানা ও জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার মামলা নং- ১০০, তাং-২৮/১১/১৯খ্রিঃ ধারা- নারী শিশু নির্যাতন দমন আইন এর ১০ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
৮। বিজয় ধর, পিতা- দুলাল ধর, সাং-বনিক পাড়া, ০৪ নং ওয়ার্ড, রাজারকুল, থানা- রামু, জেলা- কক্সবাজার।
পরোয়ানা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীরা হলেন
১।ফরিদুল আলম প্রঃ ফরিদ, পিতা- আব্দুল জালিল, সাং- পাতাবাড়ী, থানা-উখিয়া, বর্তমানে-তারাবুনিয়াছড়া, কক্সবাজার।
২। মোঃ ইসমাইল, পিতা- সৈয়দ মিস্ত্রি সাং- উত্তর এস এম পাড়া, বাকখালী নদীর পাশে, ঝিলংজা, থানা ও জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.