কক্সবাজার সদর থানা পুলিশের অভিযানে গ্রেফতার-১১

প্রেস বিজ্ঞপ্তিঃ

কক্সবাজার সদর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় অভিযুক্ত ১১ জনকে আটক করেছে। গত ২৪/১১/২০১৯ ইং তারিখ সকাল হতে ২৫/১১/২০১৯ ইং তারিখ সকাল পর্যন্ত অফিসার ইনচার্জ জনাব সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির, পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোহাম্মদ খায়রুজ্জামান, পুলিশ পরিদর্শক (ইন্টিলিজেন্স) মোহাম্মদ আরিফ ইকবাল, পুলিশ পরিদর্শক (অপারেশন্স) জনাব মোহাম্মদ ইয়াছিন, এসআই কাজী আবুল বাশার, এসআই আবুল কালাম, এসআই রাজিব চন্দ্র পোদ্দার, এসআই দেলোয়ার হোসেন, পিএসআই শরীফ উল্লাহ সঙ্গীয় ফোর্স এবং ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান খান সহ কক্সবাজার সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১১ জন আসামীকে গ্রেফতার করেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
নিয়মিত মামলা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীরা হলেন
কক্সবাজার সদর মডেল থানার মামলা নং-৮৮(১১)১৯ ইং ধারাঃ-২০১৮ সনের মাদক দ্রঃ নিঃ আইনের ৩৬(১) এর ১০(ক) সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
১। রহিম উল্লাহ, পিতা- আব্দুর রশিদ, সাং- ধোয়াপালং, থানা-রামু, জেলা- কক্সবাজার।
ক্সবাজার সদর মডেল থানার মামলা নং-৯০(১১)১৯ ইং ধারাঃ- ১৮৭৮ সনের আমর্স এ্যাক্ট এর ১৯অ/১৯(ভ) সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
২। মিজানুর রহমান, পিতা- মৃত পাখি সওদাগর, সাং- উত্তর আদর্শ গ্রাম, কলাতলী, থানা ও জেলা- কক্সবাজার।
ক্সবাজার সদর মডেল থানার ননএফআইআর নং- ৪৬০, তাং- ২৪/১১/১৯ইং ধারাঃ- পুলিশ আইনের ৩৪(৬) সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
৩। জসিম উদ্দিন, পিতা- মৃত আহমদ হোসেন, সাং- পূর্ব বড় ভেত্তাস, থানা- চকরিয়া, জেলা- কক্সবাজার।
৪। সাহেদ কামাল, পিতা- নুর শরীফ, সাং- দক্ষিণ রুমলিয়াছড়া, থানা ও জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার মামলা নং-৭(১)১৯ ইং ধারাঃ-১৭০/৩৬৫/৩২৩/৩৭৯/৩৪ দঃ বিঃ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
৫। কালাপুতু, পিতা- মনু মিয়া, সাং- নতুন মহল চৌফলদন্ডি, থানা ও জেলা- কক্সবাজার।
ক্সবাজার সদর মডেল থানার মামলা নং-১২(১১)১৯ ইং ধারাঃ- ৩৯৯/৪০২ দঃ বিঃ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
৬। মোঃ জমির উদ্দিন, পিতা- মোঃ কলিম উল্লাহ, সাং- উত্তর নলবিল, কালারমার ছড়া, থানা- মহেশখালী, জেলা- কক্সবাজার।
পরোয়ানা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীরা হলেন
১। নুরুল আজিম, পিতা- মৃত মোঃ কালু, সাং- মেহের ঘোনা, ঈদগাঁও, থানা ও জেলা- কক্সবাজার।
২। মোঃ হোছন, পিতা- মৃত মোঃ কালু, সাং- মেহের ঘোনা, ঈদগাঁও, থানা ও জেলা- কক্সবাজার।
৩। ছৈয়দ আলম, পিতা- মৃত মোঃ কালু, সাং- মেহের ঘোনা, ঈদগাঁও, থানা ও জেলা- কক্সবাজার।
৪। মোঃ রফিকুল ইসলাম, পিতা- নুরুল আলম, সাং- জাগির পাড়া, ঈদগাঁও, পিতা- মৃত মোঃ কালু, সাং- মেহের ঘোনা, ঈদগাঁও, থানা ও জেলা- কক্সবাজার।
৫। মাষ্টার কবির আহমদ, পিতা- নুর আহম্মদ, সাং- উত্তর নাপিতখালী, ইসলামপুর, থানা ও জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.