কক্সবাজার সদর থানা পুলিশের অভিযানে গ্রেফতার-১০

প্রেস বিজ্ঞপ্তিঃ

কক্সবাজার সদর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় অভিযুক্ত ১০ জনকে আটক করেছে। গত ০৫/১২/২০১৯ ইং তারিখ সকাল হতে ০৬/১২/২০১৯ ইং তারিখ সকাল পর্যন্ত অফিসার ইনচার্জ জনাব সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির, পুলিশ পরিদর্শক (ইন্টিলিজেন্স) মোহাম্মদ আরিফ ইকবাল, পুলিশ পরিদর্শক (অপারেশন্স) জনাব মোহাম্মদ ইয়াছিন, এসআই আবুল বাসার, এসআই সনজীত, এসআই আবুল কালাম, এসআই তৈমুর, এএসআই আবুল কাশেম, এএসআই সাজিদুল ইসলাম, এএসআই মহি উদ্দিন, সঙ্গীয় ফোর্স এবং ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান খান সহ কক্সবাজার সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০ জন আসামীকে গ্রেফতার করেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
নিয়মিত মামলা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীরা হলেন
কক্সবাজার সদর মডেল থানার ননএফআইআর নং-৪৭৫/১৯ ইং ধারাঃ- পুলিশ আইনের ৩৪(৬) সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
১। মোঃ জাফর আলম, পিতা- মোজাহের মিয়া, সাং- দঃ ঘোনার পাড়া, থানা ও জেলা- কক্সবাজার।
পরোয়ানা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীরা হলেন
১। অজিত ধর, পিতা- মৃত সুধার শু ধর, সাং- ঘোনা পাড়া, থানা ও জেলা- কক্সবাজার।
২। নজরুল প্রঃ চোরা নজরুল, পিতা- বাদশা মিস্ত্রী, সাং- মধ্যম টেকপাড়া, থানা ও জেলা- কক্সবাজার।
৩। সাইফুল ইসলাম প্রঃ সুমন, পিতা- নুরুল ইসলাম, সাং- পোকখালী, লুদা মিয়ার বাড়ী, থানা ও জেলা- কক্সবাজার।
৪। ছায়োয়ান এ, পিতা- মংছু, সাং- ক্যাং পাড়া, থানা ও জেলা- কক্সবাজার।
৫। বেলাল, পিতা- মমতাজ, সাং- ধুইল্যা ঝিরি, থানা ও জেলা- কক্সবাজার।
৬। বাবুল, পিতা- ছৈয়দ নুর বৈদ্য, সাং- ধুইল্যা ঝিরি, থানা ও জেলা- কক্সবাজার।
৭। মোজাম্মেল হক, পিতা- ছৈয়দ নুর, সাং- ধুইল্যা ঝিরি, থানা ও জেলা- কক্সবাজার।
৮। বিটন ধর, পিতা- সুধাং শু ধর, সাং- শংকর, ঘোনার পাড়া, থানা ও জেলা- কক্সবাজার।
৯। নাছির, পিতা- আবুল কালাম, সাং- লাইট হাউজ পাড়া, কেজি স্কুল সংলগ্ন, থানা ও জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.