কক্সবাজার সদর থানা পুলিশের অভিযানে গ্রেফতার-১২

প্রেস বিজ্ঞপ্তিঃ

কক্সবাজার সদর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় অভিযুক্ত ১২ জনকে আটক করেছে। গত ০৩/১২/২০১৯ ইং তারিখ সকাল হতে ০৪/১২/২০১৯ ইং তারিখ সকাল পর্যন্ত অফিসার ইনচার্জ জনাব সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির, পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোহাম্মদ খায়রুজ্জামান, পুলিশ পরিদর্শক (অপারেশন্স) জনাব মোহাম্মদ ইয়াছিন, পুলিশ পরিদর্শক (ইন্টিলিজেন্স) মোহাম্মদ মহিদুল আলম, এসআই তৈমুর ইসলাম, এসআই প্রদীপ চন্দ্র দে, এসআই সৈকত বড়–য়া, এসআই রুহুল আমিন, এএসআই কামাল হোসেন-২, এএসআই ইমাম হোসেন, ‘ সঙ্গীয় ফোর্স এবং ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান খান সহ কক্সবাজার সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১২ জন আসামীকে গ্রেফতার করেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
নিয়মিত মামলা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীরা হলেন
কক্সবাজার সদর মডেল থানার মামলা নং-৩৭(৩)১৯, ধারাঃ- ৩১৫ পেনাল কোড তৎসহ নারী ও শিশু নির্যতন দমন আইন এর ১১(ক)/৩০ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
১। মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, পিতা- মমতাজ আহম্মদ, সাং- উত্তর নুনিয়ারছড়া, থানা ও জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার মামলা নং-১০(১২)১৯, ধারাঃ- ২০১৮ সনের মাদক দ্রঃ নিঃ আইনের ৩৬(১)এর ১০(ক) /৪১ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
২। মোঃ সফি, পিতা- মৃত আব্দুল মজিদ, সাং- বাইল্য পাড়া, জাদিরাম পাহাড়, থানা ও জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার মামলা নং- ১২(১২)১৯ ইং ধারাঃ- ৪০২ দঃ বিঃ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
৩। মোঃ ধুলু, পিতা- কবির আহম্মদ, সাং- খুরুলিয়া মুন্সির ডেইল, থানা ও জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার মামলা নং-১৪(১২)১৯, ধারাঃ- নারী ও শিশু নির্যতন দমন আইন এর ১০ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
৪। প্রবাল দাশ, পিতা- মৃত কন্দ বিহারী দাস গুপ্ত, সাং- নন্দন কানন , থানা- কোতয়ালী ও জেলা- সিএমপি।
কক্সবাজার সদর মডেল থানার মামলা নং-৫৪(১)১৯, ধারাঃ- ২০১৮ সনের মাদক দ্রঃ নিঃ আইনের ৩৬(১)এর ১০(ক)/৪১ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
৫। মোঃ ফখরুল ইয়াছিন, পিতা- কবির হোসেন, সাং- মাতারবাড়ী, সিকদার পাড়া, থানা- মহেশখালী, জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার মামলা নং-১১(১২)১৯, ধারাঃ- ২০১৮ সনের মাদক দ্রঃ নিঃ আইনের ৩৬(১)এর ১০(ক) /৪১ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
৬। আইরিন আক্তার, স্বামী- মৃত সালাহ উদ্দিন, সাং- বাসা/হোল্ডিং, সেন পাড়া, থানা- মিরপুর, জেলা- ঢাকা।
কক্সবাজার সদর মডেল থানার ননএফআইআর নং- ৪৭২/১৯, ধারাঃ- পুলিশ আইনের ৩৪(৬) সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
৭। মোঃ শফি আলম, পিতা- আবুল হোসেন, সাং- উত্তর নুনিয়ারছড়া, থানা ও জেলা- কক্সবাজার।
৮। মোঃ আলম, পিতা- আঃ শুক্কুর, সাং- নাপাঞ্জা পাড়া, থানা ও জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার মামলা নং-১৬(১২)১৯, ধারাঃ- ২০১৮ সনের মাদক দ্রঃ নিঃ আইনের ৩৬(১)এর ১০(খ) সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
৯। মোঃ পারভেজ, পিতা- মৃত মোজাফ্ফর সিকদার, সাং- সিকদার পাড়া, পূর্ব বড় ডেইল থানা- চকরিয়া, জেলা- কক্সবাজার।
পরোয়ানা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীরা হলেন
১। সফিকুল ইসলাম সিকদার, পিতা- মৃত হাজী আশরাফুজ্জামান সিকদার, সাং- সিকদার পাড়া বিজিবি ক্যাম্প, পৌরসভা, থানা ও জেলা- কক্সবাজার।
২। মোঃ রফিক, পিতা- হাফেজ আহম্মদ, মাতা- রহিমা খাতুন, সাং- বকতার ঘোনা, ৯নং ওয়ার্ড, থানা ও জেলা- কক্সবাজার।
৩। জিয়াউর রহমান, পিতা- মোঃ নুরুল, সাং- মধ্যম ডেইল পাড়া, খুরুশকুল, থানা ও জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.