বিশষ প্রতিবেদক:
প্রায় ৩ শো কোটি টাকা ব্যয় ধরে কক্সবাজার শহর উন্নয়নে একটি বৃহৎ উন্নয়ন প্রকল্প নেওয়া হচ্ছে। জাপান সরকারের আন্তর্জাতিক সহায়তা সংস্থা জাইকা (Japan International cooperation Agency-JICA) এর অর্থায়নে এ প্রকল্পটি নেওয়া হচ্ছে।
স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি আরো জানান-কক্সবাজার শহরে ব্যাপকভাবে মানসম্মত হোটেল, মোটেল গড়ে উঠলেও শহরের রাস্তা, অলিগলির তেমন উন্নয়ন হয়নি। এজন্য পর্যটক ও স্থানীয় জনসাধারণকে চলাচলে দুর্ভোগ পোহাতে হয়। জাইকা এর অর্থায়নে নেওয়া এই প্রকল্পটি দিয়ে কক্সবাজার শহরের প্রায় সব সড়ক আধুনিকায়ন, উন্নয়ন ও সংস্কার করা হবে। এটি একটি স্থানীয় সরকার বিভাগের বৃহৎ প্রকল্প। এ প্রকল্পটি বাস্তবায়ন করা হলে কক্সবাজার শহরের অভূতপূর্ব উন্নয়ন সাধিত হবে। পরিকল্পিতভাবে এসব উন্নয়ন কাজ করা হবে বলে জানান কক্সবাজারের কৃতি সন্তান সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ।
প্রসঙ্গত, জাপান সরকার হচ্ছে- বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম উন্নয়ন সহযোগী রাষ্ট্র।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.