কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির সম্পাদক সায়ীদ আলমগীর

ওয়ান নিউজঃ পেশাদার সাংবাদিকদের প্রতিনিধিত্বকারী সংগঠন কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন মেধাবী কলম সৈনিক সায়ীদ আলমগীর। সোমবার সংগঠনের এক সভায় এ সিদ্ধান্ত ঘোষণা দেওয়া হয়।

দুই দিনব্যাপী সাধারণ সভা শহরের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় শুরু হয়ে বিকেল ৪টায় এ সভা শেষ হয়।

প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রাসেল চৌধুরী (মানবজমিন)। সভায় সংগঠনের কর্মকর্তা ও সদস্যরা সংগঠনের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন।

দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন নির্বাহী সদস্য, (বাংলাভিশন) কক্সবাজার প্রতিনিধি এম আর খোকন। সভায় সবার মতামতের ভিত্তিতে জাগোনিউজ২৪.কম-এর প্রতিনিধি সায়ীদ আলমগীরকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়।

এছাড়া বার্ষিক পিকনিক, আবেদনের পরিপ্রেক্ষিতে ১০ জনকে নতুন সদস্যপদ প্রদানসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বক্তব্য রাখেন নির্বাহী সদস্য আনছার হোসেন, আহম্মদ গিয়াস, আমানুল হক বাবুল, জাবেদ আবেদিন শাহিন, সায়ীদ আলমগীর, মোস্তফা সরওয়ার, ইব্রাহিম খলিল মামুন, বেদারুল আলম, আবদুল্লাহ নয়ন, ওয়াহিদ রুবেল, কল্লোল দে চৌধুরী, শামীম সরওয়ার, মোহাম্মদ শফিক, শাহ নিয়াজ ও মইন উদ্দিন প্রমুখ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.