নিজস্ব প্রতিবেদক
পর্যটন নগরী কক্সবাজারে সুপরিচিত বৃহত্তম সমুদ্র সৈকত নগরী কক্সবাজার জেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত পাহাড়তলীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সরকার অনুমোদিত কওমী মাদ্রাসা শিক্ষাবোর্ড আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস, এর তত্ত্বাবধানে পরিচালিত কক্সবাজার পৌরসভাস্থ ৭নং ওয়ার্ডের রহমানিয়া মাদরাসার গৌরবময় ২০২২-২৩ ইং. / ১৪৪৩-৪৪হি. শিক্ষাবর্ষ স্বর্ণীল একটি বছর মনে করছেন শিক্ষক ও অভিভাবক মহল। এই বছর মাদরাসার রয়েছে সম্ভাব্য সমস্ত অর্জন ও স্বীকৃতি। সফলতার অভীষ্ট লক্ষ্যপানে অগ্রযাত্রার সূচনা। ঘুরে দাঁড়ানোর অঙ্গিকার। সফলতার প্রত্যয় নিয়ে এগিয়ে যাবে আরও অনেক দূর। অর্জিত সাফল্যের উদযাপন ও স্বপ্ন জয়ের অঙ্গিকার নিয়ে নতুন উদ্যমে সাঁজবে রহমানিয়া মাদরাসার আগামী শিক্ষাবর্ষ। এই শিক্ষাবর্ষের অর্জনসমূহঃ
১.ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ (জাতীয় বোর্ড)-এর অধীনে কেন্দ্রীয় পরীক্ষায় মেধাতালিকায় স্থানসহ শতভাগ পাশ।
২. ইত্তেহাদুল মাদারিস (আঞ্চলিক বোর্ড)-এর অধীনে কেন্দ্রীয় পরীক্ষায় মেধাতালিকায় স্থানসহ শতভাগ পাশ।
৩. নুরানী বোর্ডের অধীনে কেন্দ্রীয় পরীক্ষায় সাড়ে ৫ লক্ষ+ পরীক্ষার্থীদের মাঝে মেধাতালিকায় ৪র্থ স্থান অধিকারসহ শতভাগ পাশ। ৪. বাংলাদেশ তাহফিজুল কোরআন সংস্থার অধীনে হিফ্জ প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার।
ঈদগাহ ও রামু উপজেলার আঞ্চলিক মারকেজি জমাতে নাহুমে ২৯ নং A+ পেয়েছেন রিয়াজুল ইসলাম
পিতা আব্দুস সুবহান।
আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বোর্ড কর্তৃক মারকেজি পরিক্ষায় জামাতে হাস্তুমে গোল্ডেন A+ পেয়ে মেধাতালিকায় উত্তীর্ণ হয়েছেন মোঃ কেফায়ত উল্লাহ পিতা আব্দু রহিম।
নুরানি তালিমুল কোরআন কর্তৃক বোর্ড পরিক্ষায় ৬ জন A + পেয়ে শত ভাগ পাস,, পাঁচ লক্ষ চৌদ্দ হাজার পাঁচ শত তিপ্পান্ন জনের মধ্যে ৪র্থ স্থান অর্জন করে পুরা কক্সবাজার বাসিকে চকমে দিয়েছেন। ১/তামান্না তানজিনা (৪র্থ স্থান) ২মোতাহেরুল ইসলাম ৩/হুরে জন্নাত ৪/মোঃ হামেদ
৫/আতকিয়া নুর ৬/ সুমাইয়া আক্তার। অত্র মাদ্রাসার পরিচালক (মুহতামিম) মাওঃ মুফতি সোলাইমান কাসেমীর দোয়া ও চেষ্টা এবং অত্র মাদ্রাসার সকল শিক্ষকদের মেহেনতে এই সাফল্য অর্জন। এই অব্যাহতি জারী থাকবেন সকলের এই প্রত্যাশা।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.