কক্সবাজার বিদ্যুৎ অফিসের টেলিফোন নম্বর পরিবর্তন

নির্বাহী প্রকৌশলী, বিতরণ বিভাগ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, কক্সবাজার দপ্তরের সকল সম্মানিত বিদ্যুৎ গ্রাহকগণের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে, অত্র দপ্তরের অভিযোগ কেন্দ্রের টিএন্ডটি নাম্বার পরিবর্তন করা হয়েছে।
আপনার অভিযোগ লিপিবদ্ধ করতে অথবা জরুরী যেকোন প্রয়োজনে বর্তমান টিএন্ডটি নাম্বার/ মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল (24 hrs)।

পূর্বের টিএন্ডটি নাম্বারঃ
📞+034164015
বর্তমান টিএন্ডটি নাম্বারঃ
📞+8802334462484
মোবাইল নাম্বারঃ
📞+8801784512073

মোঃ আবদুল কাদের গণি
নির্বাহী প্রকৌশলী
বিতরণ বিভাগ
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, কক্সবাজার।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.