মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার ও রামু বিএনপি’র ২০ জন নেতা কর্মী ৮ অক্টোবর বৃহস্পতিবার হাইকোর্ট থেকে আগাম জামিন লাভ করেছেন।
কক্সবাজার সদর মডেল থানায় গত ২৮ অক্টোবর দায়ের কৃত ৮৪/২০১৮ নং মামলায় আগাম জামিন প্রাপ্তরা হলেন, কক্সবাজার পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক রাশেদ মোহাম্মদ আলী, জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাশেদুল হক রাশেদ, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মনির উদ্দিন, সাবেক সিনিয়র সহ সভাপতি সরওয়ার রোমন, জেলা ছাত্রদলের সভাপতি শাহাদত হোসেন রিপন, সাধারণ সম্পাদক ফহিমুর রহমান ফাহিম, যুগ্ন সম্পাদক মিজানুল আলম মিজান, কক্সবাজার শহর ছাত্রদলের সভাপতি এনামুল হক এনাম ও মহিউদ্দিন সিকদার।
রামু থানায় গত ২৯ অক্টোবর দায়ের করা ৩১/২০১৮ নং মামলায় আগাম জামিন প্রাপ্তরা হলেন, রামু উপজেলা বিএনপি’র সভাপতি সাইফুল ইসলাম চেয়ারম্যান, সাধারণ সম্পাদক মেরাজ আহামদ চৌধুরী মাহিন, সাংগঠনিক সম্পাদক কাজী আবদুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক-২ আবুল বশর বাবু, সহ সভাপতি সাহেদুজ্জামান বাহাদুর, প্রচার সম্পাদক দিদারুল আলম (দিদার বলী), মহিবুল্লাহ চৌধুরী জিল্লু, খুনিয়াপালং ইউনিয়ন বিএনপি’র সভাপতি ফরিদুল আলম ও রামু উপজেলা যুবদলের সহ সভাপতি কলিমুল্লাহ।
আগাম জামিন প্রাপ্তরা হাইকোর্টের ১৬ নং আদালতে আগাম জামিন চেয়ে আবেদন করলে হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ রেজাউল হক ও বিচারপতি জাফর আহামদের বেন্ঞ্চ শুনানী শেষে প্রত্যেককে ৮ সাপ্তাহের আগাম জামিন প্রদান করেন।
জামিনপ্রাপ্তদের পক্ষে হাইকোর্টে মামলা শুনানী করেন সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জয়নাল আবেদীন ও এডভোকেট রায়হান।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.