কক্সবাজার বন বিভাগের সাড়াসী অভিযান ট্রাক সহ বিভিন্ন প্রজাতির কাঠ জব্দ।
মোঃ নেজাম উদ্দিন কক্সবাজার।
কক্সবাজার বন বিভাগ উত্তর এর সাড়াসি অভিযানে গামারী, শীল কড়ই, সহ বিভিন্ন প্রজাতির চোরাই কাঠ জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ উত্তর। জানা যায় গোপন সংবাদের উপর ভিত্তি করে আজ১২ ড়িসেম্বর মঙ্গলবার ভোর ৪.৩০ মিনিটে বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে কক্সবাজার সদর রেন্জ কর্মকর্তা মোঃ মেহেদী হাসান এর নেতৃত্বে রামু চা বাগান এলাকা থেকে চট্রমেট্রো চ ৬৬৫০নং বুঝায় কৃত একটি ট্রাক আটক করে আটককৃত ট্রাকে আকাশমনি কড়ই সহ বিভিন্ন প্রজাতির গাছ আটক করে যার পরিমান আনুমানিক ৩শতঘনফুট বলে জানান মেহেদী হাসান,
অপরদিকে কক্সবাজার বাংলাবাজার এলাকা থেকে আরেক অভিজানে নসিমন সহ গামারী, শীল কড়ই সহ বিভিন্ন প্রজাতির চোরাই কাঠ জব্দ করে কক্সবাজার বন বিভাগ, এই ব্যাপারে কক্সবাজার বনবিভাগ উত্তরত ড়িভিশন ফরেষ্ট অফিসার মাহবুব মোর্শেদ জানান আমরা গোপন সংবাদের ভিত্তিতে এই অভিজান গুলো পরিচালনা করি এতে দুটি অভিজানে মোট বিভিন্ন প্রজাতির ৩৩০ঘনফুট কাঠ জব্দ করি এবং আমাদের আসার খবর পেয়ে কাঠ চোরাকারবারি পালিয়ে যান, ট্রাক আটক করা হয়েছে, এবং মামলা প্রক্রিয়াধীন
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.