নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার বদরমোকাম চেমন শমসের ইসলামিয়া নূরানী কিন্ডারগার্টেন (কে.জি) মাদ্রাসা ও শামসুন্নাহার হেফজখানার হিফজ সমাপ্তকারীদের দস্তারে ফজিলত এবং ফারেগীন ছাত্রদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার (২৭ এপ্রিল) বিকালে মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা হাফেজ আব্দুল হক।
প্রতিষ্ঠানের পরিচালক ও হুফফাজুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজার জেলা সভাপতি হাফেজ মোহাম্মদ দেলোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, তানজিমুল ক্বুররা বাংলাদেশের সভাপতি ক্বারী জহিরুল হক, কক্সবাজার বদর মোকাম জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল খালেক নিজামী, মাশরাফিয়া তাহফীযুল কুরআন মাদ্রাসার পরিচালক হাফেজ সালামত উল্লাহ, রামু রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মোহসেন শরীফ, চাকমারকুল মাদ্রাসার মহাদ্দিস মাওলানা সোলাইমান, জামেউল উলুম মাদ্রাসার মুহাদ্দিস কাজি এরশাদ উল্লাহ, কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের সভাপতি মাওলানা নুরুল হক চকোরী, বদর মোকাম জামে মসজিদের পেশ ইমাম হাফেজ এমদাদ উল্লাহ, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ জামাল উদ্দিন তাওহীদ ও প্রচার সম্পাদক হাফেজ হাসান।
এছাড়া শিক্ষক, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষী মহল উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মাদ্রাসা থেকে এবছর ৯জন শিক্ষার্থী দস্তারবন্দী ফজিলত গ্রহণ করেন।
তারা হলেন- ওসামা হাসান, মুহাম্মদ আমির, শাহ জমির, হামিমুর রহিম তামিম, আবু মিনসাদ, আশরাফুল ইসলাম, ইশরাফুল ইসলাম, তাওফীকুর আলম রাফী ও হুজাইফা।
ফারেগীন বিদায়ী ছাত্ররা হলেন- মোহাম্মদ ফরহাদ, আবরারুল হক আল মাহদী, রিদুয়ান, শাহরিয়ার মাহিন, আব্দুল কাবিদ, মোহাম্মদ কাইয়ুম ও মুহাম্মদ আবরারুল হক।
সবশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বয়োজ্যেষ্ঠ আলেমেদ্বীন মাওলানা হাজি সিদ্দিক আহমদ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.