কক্সবাজার পৌর মেয়র সরওয়ার কামাল পূনর্বহাল

নিজস্ব প্রতিবেদকঃ প্রায় দেড় বছর পর নিজ পদ ফিরে পেলেন কক্সবাজার পৌরসভার নির্বাচিত মেয়র সরওয়ার কামাল। ২৪ এপ্রিল হাইকোর্টের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি জাফর আহমদের নেতৃত্বে গঠিত বেঞ্চ মেয়র সরওয়ার কামালের দায়িত্ব পালনে আর কোন বাঁধা নেই বলে আদেশ দেন।
সংবিধানের ৭ ও ১১ ধারার আলোকে দায়ের করা রীট পিটিশন (নং ৫৫৯৭/১৭) শুনানী শেষে আদালত এ আদেশ দেন।
জনস্বার্থে রীট পিটিশনটি দায়ের করেন পৌরসভার উত্তর তারাবনিয়ারছড়া এলাকার মৃত আহমদ হোসাইনের ছেলে আবুল কাশেম।
আদালতের আদেশ পেয়ে  বুধবার বিকালে পৌরসভায় ফিরে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মেয়রের দায়িত্ব পালনে আর কোন বাধা নেই বলে জানান মেয়র সরওয়ার কামাল।

(সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের একাংশ)

 

অপর দিকে ভারপ্রাপ্ত মেয়র মাহবুবুর রহমান চৌধুরী মাবু সাংবাদিকদের জানান, আমাকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দায়িত্ব প্রদান করা হয়েছে, সুতরাং মন্ত্রণালয় থেকে আমাকে মৌখিক বা লিখিত কোন আদেশ প্রদান না করায় মেয়রের দায়িত্বে আমি বহাল আছি। মেয়র সরওয়ার কামাল এ সময় তিনি বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.