নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার পৌর প্রিপ্যার্যাটরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন আমিমুল এহসান মানিক।
গত ২০ জুলাই আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন।
এ সময় বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও পৌর মেয়র মুজিবুর রহমান, বিদ্যালয় পরিচালনা পরিষদ সদস্য ও প্যানেল মেয়র হেলাল উদ্দিন কবির, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা খোরশেদ আলম, নবনিযুক্ত সহকারি প্রধান শিক্ষক পার্থ প্রতিম পালসহ বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারী উপস্থিত ছিলেন।
প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ প্রদান করায় পৌর মেয়র মুজিবুর রহমানসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান আমিমুল এহসান মানিক।
ইতোপূর্বে তিনি উখিয়ার রত্নাপালং ইউনিয়নের পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
দায়িত্বকালে তিনি শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে যথেষ্ট ভূমিকা রেখেছেন। দক্ষ শিক্ষক ও প্রশাসক হিসাবে তাঁর সুনাম রয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.