কক্সবাজার নারী নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর নতুন বিচারক আবদুর রহিম

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক (জেলা ও দায়রা জজ) পদে মোহাম্মদ আবদুর রহিম’কে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার ২০ জুন ২৭০ নম্বর স্মারকে আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ এর উপসচিব (প্রশাসন-১) শেখ গোলাম মাহবুব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মোহাম্মদ আবদুর রহিম সহ বিচার বিভাগের একই পদমর্যাদার ১১ জন কর্মকর্তাকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ হতে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দিয়ে দেশের বিভিন্ন আদালতে পদায়ন করা হয়।

বিচারক মোহাম্মদ আবদুর রহিম ফেনী জেলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (CJM) পদে দায়িত্ব পালনরত অবস্থায় তাঁকে পদোন্নতি দিয়ে কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক (জেলা ও দায়রা জজ) পদে পদায়ন করা হয়েছে।

প্রসঙ্গত, কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক (জেলা ও দায়রা জজ) পদটি দীর্ঘ প্রায় ২ বছর যাবৎ শূন্য ছিলো।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.