প্রেস বিজ্ঞপ্তিঃ
কক্সবাজার জেলা প্রেসক্লাব ও সদর উপজেলা প্রেসক্লাবে আয়োজনে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ১৫ আগস্ট সকালে বিশেষ দোয়া ও আলোচনা সভা আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
রবিবার(১৪ আগস্ট) সন্ধ্যায় জেলা প্রেসক্লাব কার্যালয়ে কক্সবাজার জেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক প্রবীন সাংবাদিক দৈনিক জনকণ্ঠ স্টাফ রিপোর্টার এইচ এম এরশাদ এর সঞ্চালনায় ও কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক দেশ বাংলার কক্সবাজার ব্যুরো চীফ ফজলুল কাদের চৌধুরীর সভাপতিত্বে সন্ধ্যায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
জাতীয় শোক দিবস বাস্তবায়নের জন্য বিশেষ আলোচনা সভায় উপস্থিত ছিলেন, কক্সবাজার সদর উপজেলা প্রেসক্লাব সভাপতি দৈনিক রূপালী সৈকতের ভারপ্রাপ্ত সম্পাদক আবুল হাসেম, সিনিয়র সহ-সভাপতি দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি মোঃ নেজাম উদ্দিন, সহ-সভাপতি দৈনিক বাংরাদেশ সমাচারের বিশেষ প্রতিবেদক শেখ সেলিম, সাধারণ সম্পাদক পূণ্যবর্ধন বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক এশিয়ান টিভির প্রতিনিধি মিজানুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক হায়দার নেজাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সিরাজুল ইসলাম আজাদ, সদস্য নুরুল আবছার প্রমুখ।
মতবিনিময় সভায় সকাল ১১টায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের আত্নার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল, আলোচনা সভা ও তবরুক বিতরণের আয়োজন করা হয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.