কক্সবাজার জেলা পাসপোর্ট আবেদন ফরম লিখক সমবায় সমিতির মহান বিজয় দিবস উৎযাপন 

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজার জেলা পাসপোর্ট আবেদন ফরম লিখক সমবায় সমিতি লিমিটেড মহান বিজয় দিবস পালন করেছে বিভিন্ন কর্মসূচি মধ্য দিয়ে।  এ উপলক্ষে সমিতির নেতৃবৃন্দ ১৬ ডিসেম্বর সকালে শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি সম্মান জানান এর পর সমিতির নিজ কার্যালয়ে নবনির্বাচিত সভাপতি এম সাহাব উদ্দিন জনির সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।    আলোচনা সভাপতিত্ত্ব করেন সংগঠনের বর্তমান সভাপতি,ও সংগঠনের প্রতিষ্টাতা,ও শহর মৎস্যজীবী লীগের সাধারন সম্পাদক এম,সাহাব উদ্দিন জনি।সঞ্চালনা করেন, ,সংগঠনের বর্তমান সাধারন সম্পাদক,মোহাম্মদ কাউছার।বক্তব্য রাখেন,,,সাবেক,সভাপতি,ও কক্সবাজার জেলা ওলামা লীগের সিনিয়র সহসভাপতি,,,আজিজুল হক,,,,সাবেক,সফল সাধারন সম্পাদক,এস,এম,মুর্শেদ আলম,,প্রমুখ। মহান বিজয় দিবসের শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করে একমিনিট নিরবতা পালন করা হয়।  সাবেক সভাপতি,,আজিজুল হক বলেন আমাদের মহান বিজয়ের মাস এই দিনে আমরা লাখো শহীদের রক্তের বিনিময়ে আমাদের এই বিজয় অর্জন, আমাদের এই বিজয় সম্মানের সাথে বিশ্ব তুলে ধরতে আমাদের কাজ করে যেতে হবে অনুষ্ঠানে বর্তমান নব নির্বাচিত সভাপতি এম শাহাব উদ্দিন জনি বলেন এই বিজয়ের মাসে আমাকে সমিতির এই মহান দায়িত্ব অর্পন করা হয়েছে আমি তা দায়িত্বের সাথে পালন করা চেষ্টা করে যাবো, এবং এতে আপনাদের সহযোগিতা কামনা করছি।

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.