কক্সবাজার কর্মাস কলেজে বার্ষিক শিক্ষা সংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগতার সম্পন্ন

সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার কর্মাস কলেজের বার্ষিক শিক্ষা সংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগতার সমাপনী দিবসে পুরষ্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) পিটিআই ইনষ্টিটিউট মাঠে অধ্যক্ষ প্রফেসর ফজলুল করিমের সভাপতিত্বে পুরষ্কার বিতরণ সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সিটি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রফেসর মমতাজুল হক।
তিনি বলেন, পড়া লেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে শিক্ষার্থী ও যুব সমাজকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করা যায়। তিনি আরো বলেন, অল্প দিনের মধ্যেই প্রিন্সিপ্যাল প্রফেসার ফজলুল করিমের গতিশীল পরিচালনায় কক্সবাজার কমার্স কলেজ বেশ সুনাম অর্জন করেছে। আগামীতে আরো ভাল করার লক্ষে কলেজ কর্তৃপক্ষ আন্তরিকতার সাথে এগিয়ে যাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
২২ জানুয়ারী থেকে শুরু হওয়া বার্ষিক শিক্ষা সংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগতার সমাপনী পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কলেজের প্রিন্সিপ্যাল প্রফেসার ফজলুল করিম বলেন, কলেজের শিক্ষক অভিভাবকসহ সকলের সহযোগিতায় কক্সবাজার কমার্স কলেজ অল্প সময়ের মধ্যে অনেকদূর এগিয়ে গেছে। মান সম্মত শিক্ষা দানে কমার্স কলেজ প্রতিজ্ঞাবদ্ধ। ইতোমধ্যেই কলেজে ছাত্র/ছাত্রীর সংখ্য বেড়ে পাঁচ শতাধিক হয়েছে।
তিনি আরো বলেন, আগামী ৪ ফেব্রুয়ারী বাকঁখালী নদীর উত্তর পাড়ে খুরুস্কুলে কলেজের নিজস্ব ভবনের উদ্বোধন হবে। ওই দিন সেখানে নবাগত শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করা হয়েছে। এটি অবশ্যই কমার্স কলেজের অগ্রগতি বলতে হয়।
কমার্স কলেজের বার্ষিক শিক্ষা সংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগতার বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামু কলেজের সাবেক প্রিন্সিপ্যাল প্রফেসার মুস্তাক আহমদ, প্রফেসার সুমেশ্বর চক্রবর্তী, প্রফেসার জাফর আহমদ।
সমাপনী দিনের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাবের কক্সবাজার ব্যুরো চীফ ও দৈনিক হিমছড়ির প্রতিষ্ঠাতা সম্পাদক শামসুল হক শারেক।
২২ জানুয়ারী থেকে পিটিআই মাঠে জাঁক-জঁমকভাবে অনুষ্ঠিত অনুষ্ঠান চলে আসছিল।
সমাপনি দিনের অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অনুষ্ঠানের আহবায়ক প্রফেসার জাফর আহমদ, সহকারী অধ্যাপক নছরুল্লাহ খান ও ফিরোজ শাহ প্রমুখ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.