কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি’র শৃঙ্খলা কমিটির ৪র্থ সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ
পর্যটননগরী কক্সবাজার শহরের একমাত্র সর্বোচ্চ বিদ্যাপীঠ ” কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি’র ” শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৭ই নভেম্বর রোজ শুক্রবার, বিকাল ৩টায় ‘কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি’র ১নং কনফারেন্স রুমে সভা সম্পন্ন হয়।
এতে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্য এবং শৃঙ্খলা কমিটির সভাপতি জনাবা মাহবুবা সুলতানা সভাপতিত্ব করেন।
উক্ত সভায় বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও বিগত সভার প্রস্তাবাবলী পঠন এবং বিভিন্ন বিষয় নিয়ে বিশদ পর্যালোচনা ও সিদ্ধান্ত নেয়া হয়।
শৃঙ্খলা সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ আবুল কাসেম, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক উপদেষ্টা জনাব খুরশিদুর রহমান, একাডেমিক উপদেষ্টা সহযোগী অধ্যাপক জনাব সাদাত জামান, আইন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ড. মোঃ নায়ীম আলিমুল হায়দার, ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. বেলাল নুর আজিজি, রেজিস্ট্রার মোঃ নাজিমুদ্দিন সিদ্দিকী প্রমুখ।
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র শৃঙ্খলা কমিটির সভায় সদস্য সচিব হিসেবে ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ও প্রক্টর সহকারী অধ্যাপক জনাব রাজিদুল হক।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.