কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির আইন বিভাগের শিক্ষার্থীদের আইনগত সহায়তা বিষয়ে কর্মশালা

মোঃ রাজিবুল হক চৌধুরী রাজ

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির আইন অনুষদের উদ্যেগে “কোর্ট পরিদর্শন ও এডিআর ফিল্ড ওয়ার্ক ৫ মার্চ অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালার শুভ সূচনা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নাজিম উদ্দিন সিদ্দিকী এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আইন অনুষদের সাবেক কো-অর্ডিনেটর ও বর্তমান সহকারী জজ জিয়া উদ্দিন এবং কোর্স ইন্সপেক্টর নাসরিন সুলতানা।

উক্ত কর্মশালায় শিক্ষার্থীদের শুভ কামনা করেন আইন ডিপার্টমেন্টের চেয়ারম্যান তাজ উদ্দিন, ডিপার্টমেন্ট কো-অর্ডিনেটর রাজিদুর রহমান, ডিপার্টমেন্ট কো-অর্ডিনেটর জান্নাতুল কেয়া এবং ডিপার্টমেন্টে কো-অর্ডিনেটর সাদিয়া খানম।

উক্ত কর্মশালায় শিক্ষার্থীরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে কক্সবাজার কোর্ট পরিদর্শন করেন। প্রতিটি গ্রুপ মাননীয় বিচারক, বিজ্ঞ আইনজীবী, আইন সহায়তা কেন্দ্র ও বিচার প্রার্থীদের নিকট হতে প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহ করে যা বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতি, গরীব মানুষদের জন্য আইনগত সহায়তা প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্টদের ভূমিকা এবং করণীয় পদক্ষেপগুলো কি/ কেমন হতে পারে এবং কিভাবে মামলা দ্রুত নিষ্পত্তিতে সহায়তা ভূমিকা পালন করবে সেই বিষয়ে মতামত প্রদান করেন।

বিদ্যমান বিকল্প নিষ্পত্তি পদ্ধতি ও আইনগত সহায়তা সর্বোচ্চ ব্যবহার না হওয়ার প্রধান কারণ হিসেবে বিজ্ঞ আইনজীবী জনগণের অসচেতনতা এবং সংশ্লিষ্টদের উদার মন-মানসিকতা অভাবকে চিহ্নিত করেন।

যারা উক্ত বিষয়গুলোতে স্বতঃস্ফূর্ত মতামত প্রদান করছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন শ্রীমতি মৈত্রী ভট্টাচার্য সহকারী জজ, জেলা লিগ্যাল এইড অফিস কক্সবাজার এবং এডভোকেট মোহাম্মদ ইউছুফ জেলা দায়রা জজ আদালত, এডভোকেট হুমায়ন কবির  প্রমুখ।

উক্ত কর্মশালায় নিয়ে শিক্ষার্থীরা যথেষ্ট সন্তুষ্টি প্রকাশ করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.