কক্সবাজার আদালতে অস্ত্র মামলার আসামির ১৭ বছর সশ্রম কারাদণ্ড

ইমাম খাইরঃ

কক্সবাজার আদালতে আব্দুল গফুর (৫০) নামের অস্ত্র মামলার এক আসামি ১৭ বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে। এসটিপি মামলা নং-১৭৪/১৬ (মহেশখালী থানার জিআর মামলা নং -২১৯/১৬) শুনানি শেষে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে কক্সবাজার স্পেশাল ট্রাইবুনাল নং -৪ এর বিচারক যুগ্ম জেলা ও দায়রা জজ মাহমুদুল হাসান এই রায় প্রদান করেন। সাজাপ্রাপ্ত আসামি মহেশখালী উপজেলার বড় মহেশখালী কুলালপাড়া বাসিন্দা আব্দুশ শুকুরের ছেলে। জনাকীর্ণ আদালতে রায় প্রদানকালে আসামি উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট একে ফজলুল হক চৌধুরী। রায়ের প্রতিক্রিয়ায় রাষ্ট্রপক্ষের কুশলী এ.কে ফজলুল হক চৌধুরী জানান, ২০১৬ সালের ১৪ আগষ্ট নিজের বসতঘরের শয়ন কক্ষে বালিশের নিচে লুকানো ১টি একনলা বন্দুক ও দুই রাউন্ড কার্তুজসহ পুলিশের হাতে আটক হন আব্দুল গফুর। এই ঘটনায় থানার এসআই শাওন দাস বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে জিআর মামলা নং -২১৯/১৬ দায়ের করেন। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে সন্দেহাতীতভাবে দোষী প্রমাণিত হওয়ায় আসামী আব্দুল গফুরকে অস্ত্রের জন্য ১০ বছর এবং গুলির জন্য ৭ বছরসহ মোট ১৭ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন বিচারক।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.