ইমাম খাইরঃ
এক লক্ষ ইয়াবার মামলায় ২ মাদক কারবারীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সেই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ২ বছর কারাদণ্ড প্রদান করা হয়েছে।
দণ্ডিত আসামিরা হলো, আবদুল আমিন প্রকাশ দুলু এবং মুজিবুর রহমান। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।
সোমবার (৯ অক্টোবর) কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্র পক্ষে একই আদালতের পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম ফরিদ এবং আসামীদের পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ আরিফ মামলাটি পরিচালনা করেন।
জেলা নাজির বেদারুল আলম এ তথ্য জানিয়েছেন।
মামলার নথির সুত্রে তিনি জানান, ২০১৯ সালের ২৬ মে টেকনাফ করাচিপাড়া থেকে ১ লক্ষ ইয়াবাসহ আবদুল আমিন প্রকাশ দুলু এবং মুজিবুর রহমানকে আটক করা হয়। এ ঘটনায় টেকনাফ থানায় মামলা হয়। যার মামলা নং-জিআর-৪২৭/১৯, এসটি মামলা নং-৯৪৭/২১। দীর্ঘ তদন্ত প্রক্রিয়া ও স্বাক্ষ্য প্রমাণের পর মামলার রায় দিয়েছেন বিচারক।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.