কক্সবাজারে সোয়ান ফোমের আলোচনা সভা ও মতবিনিময় সভা

কক্সবাজার প্রতিনিধিঃ
আজ ৩ মার্চ শুক্রবার কক্সবাজারের অভিজাত হোটেল ড়িলারদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্টিত হয় অনুষ্টানে প্রধান অথিতি হিসাবে উপস্হিত ছিলেন সোয়ান গ্রুপের চেয়ারম্যান খবীর উদ্দিন খান, বিশেষ অথিতি হিসাবে উপস্হিত ছিলেন জিএম আলী হাসান, জিএম অড়িট, কাজী আবু হায়দার, অনুষ্টানে কক্সবাজারে ড়িলার এর পক্ষে রিগ্যাল মেগা মল মোগল মেট্রেস, সহ বান্দরবান, চট্রগামের ড়িলার গন, অনুষ্টানে সোয়ান ফোম এর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করা হয়, এবং সেবার মান বাড়ানোর আশ্বাস দেন পরিচালক খবীর উদ্দীন খান, অনুষ্টান শেষে রাতের খানার পরিবেশনের মাধ্যমে অনুষ্টান শেষ করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.