মোঃ নেজাম উদ্দিন, কক্সবাজারঃ
হিউম্যান রিলিফ ফাউন্ডেশনের অর্থায়নে নির্মাণ করা কক্সবাজারের ৮টি উপজেলায ৩৪৫টি পরিবারের হাতে সেমি পাকা ঘরের চাবি তুলে দেওয়া হয়েছে। ঘরের চাবি তুলে দেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান এমপি।
বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে হোটেল সীগালের বলরুমে হিউম্যান রিলিফ ফাউন্ডেশন আয়োজিত বাংলাদেশ দ্যা রোল মডেল ফর ইনক্লুসিভ ডেভলপমেন্ট শীর্ষক অভিজ্ঞতা অর্জন ও বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান এমপি ।
তিনি বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি এনজিও সংস্থা দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। যারা সমাজের তথা দেশের ভাল কাজ করবে তাদের সাথে আমরা সবসময় আছি। যেকোন প্রয়োজনে সরকার আপনাদের পাশে থাকবে।
অন্যদিকে বর্তমান সিমান্ত পরিস্থিতি নিয়ে প্রধান অতিথি বলেন, ‘সীমান্ত আইন লঙ্ঘন নিয়ে মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ করেছে বাংলাদেশ। ইতোমধ্যে মিয়ানমারের উত্তপ্ত পরিস্থিতি গভীরভাবে অবলোকন করা হচ্ছে। নতুন করে আর একজন রোহিঙ্গাকেও বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। এ জন্য সতর্ক রয়েছে বিজিবি।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়ন সহযোগী হিসেবে হিউম্যান রিলিফ ফাউন্ডেশনসহ বিভিন্ন সংস্থা গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তবে এখনো বিভিন্ন প্রকল্পের অনেক কাজ বাকি। আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের পাশে থাকবেন। নৌকায় ভোট দিয়ে উন্নয়ন কাজ এগিয়ে নিয়ে যাবেন।’
জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন শাহ রেজওয়ান হায়াত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হিউম্যান রিলিফ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ড. ওবায়দুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ ও উন্নয়ন)। এতে আরও বক্তব্য রাখেন, ইপসা’র, ফিন্যান্স ডিরেক্টর পলাশ চৌধুরী, গেøাবাল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জহিরুল ইসলাম ও একতা মহিলা সংস্থার নির্বাহী পরিচালক আনোয়ারা বেগম।
অনুষ্ঠানে হিউম্যান রিলিফ ফাউন্ডেশন এর সহযোগী এনজিও প্রতিষ্ঠান ইসপা, একতা মহিলা উন্নয়ন সংস্থা, গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থা’র চেয়ারম্যন, প্রধান নির্বাহী, নির্বাহী পরিচালক ও প্রকল্পের সাথে জড়িত কর্মকর্তা ও কর্মীগণ ছাড়াও সমাজের বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।
১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:৩১
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.