নিজস্ব প্রতিবেদক
গত ১ মে কক্সবাজারের সাংবাদিক পূণ্য বর্ধণ বড়ুয়ার উপর সন্ত্রাসী হামলা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনায় ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
মামলার প্রধান আসামি অরুণ বড়ুয়া (৪৫)। তিনি কক্সবাজার পৌরসভার ৬নং ওয়ার্ডের পূর্ব বড়ুয়া পাড়ার হেমন্দ্র বড়ুয়ার ছেলে।
গত ১৫ মে কক্সবাজার সদর মডেল থানা মামলাটি রেকর্ড করেছে। যার মামলা নং-৩২/২৬০।
মামলার অন্যান্য আসামিরা হলেন, ৬নং ওয়ার্ডের পূর্ব বড়ুয়া পাড়ার ওলেন্দ্র বড়ুয়ার ছেলে যতন বড়ুয়া (৪২), সুভ দত্ত বড়ুয়ার ছেলে উজ্জ্বল বড়ুয়া (২২), লকাশ বড়ুয়া (২৬), সুধীর বড়ুয়ার ছেলে মান্না বড়ুয়া (২৭), কমল বড়ুয়ার ছেলে নিশান বড়ুয়া (২০), সুমন্ত বড়ুয়ার ছেলে প্রণক বড়ুয়া রনি (২৬), কমল বড়ুয়ার ছেলে নিরব বড়ুয়া (১৯), মৃত সুদর্শন বড়ুয়ার ছেলে গার্ডেন বড়ুয়া (১৯), পশ্চিম বড়ুয়া পাড়ার কুসুমোহন বডুয়ার ছেলে প্রনেশ বড়ুয়া (২৮)। মামলায় অজ্ঞাতামা আসামি রয়েছে আরও ১৫ জন। মামলার কোন আসামি এ পর্যন্ত গ্রেফতার হয়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম। ইন্সপেক্টর মো. মহিউল ইসলাম মামলা তদন্ত করছেন।
মামলার বাদি পূণ্য বর্ধণ বড়ুয়া কক্সবাজার পৌরসভার ৬নং ওয়ার্ডের পূর্ব বড়ুয়া পাড়ার চাঁনপ্রু বড়ুয়ার ছেলে। তিনি স্থানীয় দৈনিক আপন কণ্ঠ পত্রিকা ও আইপি টিভি নিউজ২১ বাংলা টিভিতে কর্মরত রয়েছেন।
গত ১ মে বিকাল ৫টার দিকে ৬নং ওয়ার্ডের পূর্ব বড়ুয়া পাড়াস্থ কেন্দ্রীয় ধর্মঙ্কুর বৌদ্ধবিহার এলাকায় সাংবাদিক পূণ্য বর্ধণ বড়ুয়ার উপর সশস্ত্র হামলার ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। সশস্ত্র সন্ত্রাসীরা ছিনিয়ে নেয় ব্যবহারের মোবাইল ও নগদ টাকা। স্থানীয়রা পূণ্য বর্ধণ বড়ুয়াকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
ছিনতাইকৃত মোবাইল উদ্ধার পুলিশ উদ্ধার করলেও কোন আসামি গ্রেপ্তার হয়নি।
মামলার বাদী পূণ্য বর্ধণ বড়ুয়া বলেন, এলাকার মন্দির নিয়ে সৃষ্ট ঘটনা শুনছিলাম। এ সময় অতর্কিতভাবে আমার উপর হামলা করে চিহ্নিত অপরাধীরা। প্রাণ রক্ষার্থে আমি মন্দিরে ঢুকে যাই। অপরাধীরা মন্দিরের পবিত্রতা নষ্ট করে সেখানে ঢুকে পড়ে। আমাকে এলোপাতাড়ি মারধর করে। তারা আমাকে প্রাণে মেরে ফেলতে চেয়েছিল। সৃষ্টিকর্তার অশেষ রহমত ও স্থানীয়দের আন্তরিক সহযোগিতায় বেঁচে গিয়েছি। পুলিশ আসার আগেই সটকে পড়ে হামলাকারীরা। ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
প্রধান আসামি অরুণ বড়ুয়া কিশোর গ্যাং লিডার। তার বিরুদ্ধে ছিনতাইসহ নানা অভিযোগ ও মামলা রয়েছে বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে। আইনশৃঙ্খলার স্বার্থে অপরাধীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি এলাকাবাসীর।