কক্সবাজারে সন্ত্রাসী ‘ক্রসফায়ার শুক্কুর’ আটক
সংবাদদাতা:
কক্সবাজার শহরের লাইট হাউস কটেজ জোন এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী আব্দুস শুক্কুর প্রকাশ ক্রসফায়ার শুক্কুরকে (৩০) আটক করেছে পুলিশ। বুধবার দিনগত রাত দেরটার দিকে আল ছাহাব কটেজের ১০৪ নাম্বার রুমে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।আটক শুক্কুর ওই এলাকার গুরা মিয়া মাঝির ছেলে। পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, শুক্কুরের বিরুদ্ধে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাতসহ একাধিক মামলা রয়েছে। সে নিয়মিত সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাওয়ায় ২০০৭ সালে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে তার ডান পায়ে গুলি লাগে। সেই থেকে তাকে ক্রসফায়ার শুক্কুর বলে। এরপরও সে নিজেকে পরিবর্তন না করে বরাবরেই সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। শুক্কুর শহরের চিহ্নিত তালিকাভূক্ত সন্ত্রাসী। সে ছিনতাই ও মাদক ব্যবসা পরিচালনা করেন।
আটকের বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার জানান, তাকে জুয়ার আসর থেকে আটক করা হয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.