কক্সবাজারে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বার্ষিক সম্মেলন

সংবাদ বিজ্ঞপ্তি:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার শহর শাখার বার্ষিক সম্মেলন ও পিকনিক সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৭ জানুয়ারী) সকালে শহরের কলাতলী বীচ এলাকায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি মাওলানা আলমগীর।
প্রধান বক্তা ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক শামসুল আলম বাহাদুর।
শ্রমিক কল্যাণের শহর সভাপতি আমিনুল ইসলাম হাসানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মাস্টার মনসুর আলী, বান্দরবান জেলা সভাপতি অধ্যাপক ফারুক আহমদ, কক্সবাজার শহর জামায়াতের আমীর আলহাজ্ব সাইদুল আলম, সাবেক ককসু ভিপি ছৈয়দ করিম, এডভোকেট আমিনুল হক প্রমুখ।
কক্সবাজার শহর সাধারণ সম্পাদক কারামুক্ত শ্রমিক নেতা এমইউ বাহাদুরের পরিচালনায় এতে আরো বক্তৃতা করেন কক্সবাজার শহর শিবিরের সভাপতি মোহাম্মদ হাসান, জামায়াত নেতা এজাবত উল্লাহ কুতুবী, শ্রমিক নেতা মোহাম্মদ শাহজাহান, ছাত্রনেতা মোহাম্মদ আবদুল্লাহ প্রমুখ।
সভাশেষে ৫৯ সদস্য বিশিষ্ট বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার শহর কমিটি ঘোষণা দেওয়া হয়।
২০১৭ সালের ঘোষিত কমিটিতে আমিনুল ইসলাম হাসান সভাপতি, মোহাম্মদ শাহজাহান সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি সরওয়ার আলম, এমইউ বাহাদুর সাধারণ সম্পাদক, জসিম উদ্দিন সাংগঠনিক সম্পাদক, জাহেদুল করিম সহ-সাংগঠনিক সম্পাদক, মনসুর আলম অর্থ সম্পাদক, মো. সোলাইমান দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক মো. শাহজাহান।
একই সভায় দীর্ঘ ৭ মাস কারাভোগের পর সদ্য কারামুক্ত শ্রমিক নেতা এমইউ বাহাদুর ও অধ্যাপক ফারুক আহমদকে সংবর্ধিত করা হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.