কক্সবাজারে শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করছে ভাষা শহীদদের

নেজাম উদ্দিন, সিনিয়র স্টাফ রিপোর্টার,

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২টা ১মিনিটে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন কক্সবাজার জেলা প্রশাসক মোঃ আলী হোসেনের নেতৃত্বে জেলা প্রশাসনের উধর্তন কর্মকর্তা ও কর্মচারীগণ।

শহীদ মিনারে জেলা প্রশাসক মোঃ আলী হোসেন ফুল দেয়ার মাধ্যমে শুরু হলো শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মূল কর্মসূচি।

 

পরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন লেঃ কর্ণেল(অবঃ) ফোরকান আহম্মদের নেতৃত্বে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ।

, জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহাম্মদ চৌধুরীর নেতৃত্বে জেলা পরিষদ সদস্য ও কর্মকর্তা-কর্মচারীগণ।  ডঃ একেএম ইকবাল হোসেনের নেতৃত্বে কক্সবাজার জেলা পুলিশ

 

বাংলাদেশ আওয়ামীলীগ কক্সবাজার জেলার সভাপতি সিরাজুল মোস্তফার নেতৃত্বে কক্সবাজার জেলা আওয়ামীলীগ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কক্সবাজার জেলা সভাপতি শাহজাহান চৌধুরীর নেতৃত্বে কক্সবাজার জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

মুক্তিযোদ্ধা সংসদ কক্সবাজার জেলা, কক্সবাজার প্রেস ক্লাব, কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন, কক্সবাজার পৌরসভা, জেলা মহিলা আওয়ামীলীগ, কক্সবাজার বিএমএ, জাতীয় পার্টি, ছাত্রলীগ, ছাত্রদল, জাসদ, ছাত্র ইউনিয়ন, কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদ, শ্রমিকলীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি সংগঠনগুলো ফুল দিয়ে মহান একুশ উদযাপন করে।

ফুলে ফুলে ভরে যায় শহীদ মিনারের পাদদেশ। এছাড়া দিবসটি পালনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্টান সহ বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে মহান একুশ উদযাপন করা হবে।

এদিকে মহান একুশের প্রথম প্রহরে শহীদ মিনারেকে ঘিরে যে কোন অপ্রীতিকর পরিস্থিতি রোধ পুলিশ, র‌্যাবসহ আইন-শৃংখলা বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.