কক্সবাজারে শিশু হত্যায় ২ জনের যাবজ্জীবন কারাদন্ড

ওয়ান নিউজ:

রামুর বহুল আলোচিত শিশু কলি হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। মামলার দীর্ঘ প্রক্রিয়া শেষে ১৯ ফেব্রুয়ারী কক্সবাজার দায়রা জজ আদালতের বিচারক মীর শফিকুল ইসলাম এ রায় দেন। মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন এডভোকেট প্রতিভা দাশ।

দন্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলেন- কচ্ছপিয়া ইউনিয়নের ছিদ্দিক আহমেদের ছেলে আবু আলম মনিক্যা ও আবুল কালামের ছেলে আব্দুল গফুর। বাদী ও রাস্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট প্রতিভা দাশ এবং আসামি পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী এডভোকেট নুরুল মোস্তফা মানিক।

মামলা এজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৪ মে পারিবারিক বিরোধের জের ধরে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের বাসিন্দা মনজুর আলমের ৮ বছর বয়সী ছেলে আবু রাহাম কলিকে পার্শ¦বর্তী কচুবনিয়া লেবু বাগানে নিয়ে গিয়ে শ্বাসরুদ্ধ হত্যা করে। শিশুটির মৃত্যু নিশ্চিত করতে তাকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যোপুরী আঘাত করে।

এই হত্যার ঘটনায় নিহতের স্বজন তৈয়বা বেগম বাদী হয়ে তিন জনের বিরুদ্ধে রামু থানায় মামলা দায়ের করেন। পরে দীর্ঘ তদন্ত শেষে পুলিশ দুই জনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন জমা দেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.